Tuesday, August 26, 2025

রেখা পাত্রের ফোনেই লুকিয়ে “সন্দেশখালি রহস্য”! ফাঁস করলেন প্রাক্তন বিজেপি নেত্রী

Date:

Share post:

ভোটের ৪৮ ঘণ্টা আগে ফের অস্বস্তিতে বঙ্গ বিজেপি! সন্দেশখালির “প্রতিবাদী” মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিজেপিই সদ্য প্রাক্তন নেত্রী সিরিয়া পারভিন। তাঁর চাঞ্চল্যকর দাবি, রেখা পাত্রের কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইলেই লুকিয়ে রয়েছে সন্দেশখালি আন্দোলনের যাবতীয় রহস্য।

একটি বৃহত্তর ষড়যন্ত্রের উপর দাঁড়িয়ে সন্দেশখালি আন্দোলন রচিত হয়েছিল, তা এখন দিনের আলোর মতো পরিস্কার। টাকা ও মোবাইলের বিনিময়ে গ্রামের নিরীহ মহিলাদের ভুল বুঝিয়ে “ভুয়ো” আন্দোলন সংগঠিত করেছিল বিজেপি, তা সন্দেশখালি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্ট্রিং অপারেশনেই উঠে এসেছে।

প্রকৃত সত্য সামনে উঠে আসতেই বিজেপির হাত ছেড়ে ফের তৃণমূলে ফিরছেন মানুষ। এমনকী, বিজেপি প্রার্থী রেখা পাত্রের পরিবারের সদস্যরা তাঁকে হারাতে তৃণমূল কংগ্রেসের সদস্য হয়ে নেমেছেন লড়াইয়ের ময়দানে। ঠিক সেই আবহে সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপি ত্যাগী সিরিয়া পারভিন। তাঁর দাবি, সন্দেশখালি আন্দোলন নিয়ে যা হয়েছে, তা পরিকল্পনামাফিক। মোবাইল ও টাকা দিয়ে সন্দেশখালি আন্দোলনকে জিইয়ে রাখার চেষ্টা করেছিল বিজেপি। ইতিমধ্যেই সেই বিষয়টি প্রকাশ্যে এসেছে।

সিরিয়ার আরও দাবি, বিজেপি প্রার্থী রেখা পাত্রের কাছে একটি মোবাইল ছিল। যেটি দিয়েছিলেন রাজ্য বিজেপির এক বড় নেতা। ফোনটি ছিল অ্যান্ড্রয়েড। আর সেই ফোনেই সমস্ত তথ্য পাঠাতেন রাজ্য বিজেপির ওই নেতা। এই ফোন থেকেই পরিচালনা হতো সন্দেশখালির গোটা আন্দোলন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, একবার রেখার হাত থেকে ওই ফোনটি পড়ে যায়। ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায়। সেটি দেখার পরে কান্নায় ভেঙে পড়ে বিজেপি প্রার্থী। বারে বারে বলতে থাকে, এর ভেতরে অনেক কিছু রয়েছে। ফোনটা যে করে হোক আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এই ফোনের সাহায্যেই আজ সে এত বড় জায়গায় গিয়েছে।


 

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...