Thursday, December 25, 2025

রেখা পাত্রের ফোনেই লুকিয়ে “সন্দেশখালি রহস্য”! ফাঁস করলেন প্রাক্তন বিজেপি নেত্রী

Date:

Share post:

ভোটের ৪৮ ঘণ্টা আগে ফের অস্বস্তিতে বঙ্গ বিজেপি! সন্দেশখালির “প্রতিবাদী” মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিজেপিই সদ্য প্রাক্তন নেত্রী সিরিয়া পারভিন। তাঁর চাঞ্চল্যকর দাবি, রেখা পাত্রের কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইলেই লুকিয়ে রয়েছে সন্দেশখালি আন্দোলনের যাবতীয় রহস্য।

একটি বৃহত্তর ষড়যন্ত্রের উপর দাঁড়িয়ে সন্দেশখালি আন্দোলন রচিত হয়েছিল, তা এখন দিনের আলোর মতো পরিস্কার। টাকা ও মোবাইলের বিনিময়ে গ্রামের নিরীহ মহিলাদের ভুল বুঝিয়ে “ভুয়ো” আন্দোলন সংগঠিত করেছিল বিজেপি, তা সন্দেশখালি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্ট্রিং অপারেশনেই উঠে এসেছে।

প্রকৃত সত্য সামনে উঠে আসতেই বিজেপির হাত ছেড়ে ফের তৃণমূলে ফিরছেন মানুষ। এমনকী, বিজেপি প্রার্থী রেখা পাত্রের পরিবারের সদস্যরা তাঁকে হারাতে তৃণমূল কংগ্রেসের সদস্য হয়ে নেমেছেন লড়াইয়ের ময়দানে। ঠিক সেই আবহে সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপি ত্যাগী সিরিয়া পারভিন। তাঁর দাবি, সন্দেশখালি আন্দোলন নিয়ে যা হয়েছে, তা পরিকল্পনামাফিক। মোবাইল ও টাকা দিয়ে সন্দেশখালি আন্দোলনকে জিইয়ে রাখার চেষ্টা করেছিল বিজেপি। ইতিমধ্যেই সেই বিষয়টি প্রকাশ্যে এসেছে।

সিরিয়ার আরও দাবি, বিজেপি প্রার্থী রেখা পাত্রের কাছে একটি মোবাইল ছিল। যেটি দিয়েছিলেন রাজ্য বিজেপির এক বড় নেতা। ফোনটি ছিল অ্যান্ড্রয়েড। আর সেই ফোনেই সমস্ত তথ্য পাঠাতেন রাজ্য বিজেপির ওই নেতা। এই ফোন থেকেই পরিচালনা হতো সন্দেশখালির গোটা আন্দোলন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, একবার রেখার হাত থেকে ওই ফোনটি পড়ে যায়। ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায়। সেটি দেখার পরে কান্নায় ভেঙে পড়ে বিজেপি প্রার্থী। বারে বারে বলতে থাকে, এর ভেতরে অনেক কিছু রয়েছে। ফোনটা যে করে হোক আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এই ফোনের সাহায্যেই আজ সে এত বড় জায়গায় গিয়েছে।


 

spot_img

Related articles

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...

স্থান পেলেন না কোন ক্রিকেটার, অর্জুনের তালিকায় উজ্জ্বল তিন বঙ্গ কন্যা

বছর শেষ হতে হাতে বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে চর্চায় জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা । কেন্দ্রের নির্বাচক...

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...