চুরির ‘অপবাদে’ আশ্রমে ডেকে ছাত্রকে বেধড়ক মারে মৃত্যু! উত্তেজনা বারুইপুরে

চুরির অপবাদে নাবালককে আশ্রমে ডেকে বেধড়ক মার। বারুইপুরে মৃত্যু পবিত্র সর্দার নামে এক সপ্তম শ্রেণির ছাত্রের (Student)। মামার বাড়িতে বেড়াতে এসেছিল পবিত্র।অভিযোগ, একটি আশ্রমে ঢুকে বিভিন্ন জিনিস চুরি করে সে। এই অপবাদে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তারপর তাকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পবিত্রকে (Student) মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সেই বিষয়টি ঢাকতেই এই অপবাদ দেওয়া হয়েছে।

পবিত্রর মা বারুইপুর (Baruipur) থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে আশ্রম কর্তৃপক্ষ।