টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলবে কোন দল? জানালেন গাভাস্কর

এই নিয়ে গাভাস্কর বলেন, “ আমার দুটো সেরা দল ভারত ও অস্ট্রেলিয়া।

২ জুন থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। ৫ জুন টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ ভারতের । প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে আয়ারল্যান্ড। আর এই টুর্নামেন্টে ভারতীয় দল জানালেন , টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠবে ভারতীয় দল। আর ফাইনালে টিম ইন্ডিয়ার সামনে থাকবে অস্ট্রেলিয়া।

এই নিয়ে গাভাস্কর বলেন, “ আমার দুটো সেরা দল ভারত ও অস্ট্রেলিয়া। ওরাই ফাইনালে খেলবে।“ ২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে পাঁচ বার। তার মধ্যে ভারত জিতেছে তিন বার। ২০০৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েই ফাইনালে উঠেছিল ভারত।

২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। এবার প্রতিযোগিতা হবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৯ জুন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে বিরাট বার্তা কোহলির