বাংলাদেশ সাংসদ খুনের তদন্তে SIT গঠন CID-র; আমেরিকা, নেপালের সাহায্য দাবি

ভারতের সাহায্যেই আমেরিকা থেকে শাহিনকে ফেরানোর চেষ্টা করা হবে। অন্যদিকে ভারতের সাহায্যে নেপালে সিয়ামকে গ্রেফতারের জন্য চাপও দেওয়া হবে

এবার স্পেশাল ইনভেস্টিগেটিং টিম (SIT) গঠন করে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের তদন্ত করবে সিআইডি (CID)। এই তদন্তকারী দলে থাকবেন সিআইডি-র শীর্ষস্থানীয় ১২ জন আধিকারিক। সিআইডি-র আইজি (IG, CID)-র নেতৃত্বে এই তদন্তকারী দল বাংলাদেশ গোয়েন্দা বিভাগের সঙ্গে সম্পর্ক রেখে তদন্ত চালাবে। ইতিমধ্যে সিআইডি-র তদন্তে নিজেদের সন্তোষের কথা জানিয়েছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন উর রসিদ।

নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক (septic tank) থেকে যে মাংসের টুকরো পাওয়া গিয়েছে তা মানুষের কি না, তা পরীক্ষার রিপোর্ট এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছানোর কথা। তারই মধ্যে চলছে প্রয়াত সাংসদের মেয়েকে ভারতে এনে ডিএনএ (DNA) সংগ্রহের কাজ। তাঁর ভিসার কাজ চলছে বলে জানাচ্ছে পুলিশ। আইজি সিআইডি-র নেতৃত্বে যে দল গঠন করা হচ্ছে তাতে দুজন ডিআইজি পদমর্যাদার আধিকারিক রয়েছেন। তাঁরা নেপাল সরকার ও আমেরিকার সঙ্গে যোগাযোগ স্থাপন করে দুই মূল অভিযুক্ত শাহিন ও সিয়ামকে দেশে ফেরানোর ব্যবস্থা করবেন।

বাংলাদেশ গোয়েন্দা বিভাগের দাবি, খুনের চক্রান্তের পরে নিরাপদ আশ্রয় হিসাবে শাহিন আমেরিকা ও সিয়াম নেপালে গা ঢাকা দিয়েছে। ভারতের সাহায্যেই আমেরিকা থেকে শাহিনকে ফেরানোর চেষ্টা করা হবে। অন্যদিকে ভারতের সাহায্যে নেপালে সিয়ামকে গ্রেফতারের জন্য চাপও দেওয়া হবে।