Tuesday, August 12, 2025

নির্বাচনী প্রচারে যে মতুয়া সম্প্রদায়কে বারবার নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন নরেন্দ্র মোদি, বাংলার সেই নাগরিকত্ব সংশপত্রের প্রথম পর্বে নাম এলো না একজন মতুয়ারও। বাংলা থেকে প্রথম যে ৮ জন সিএএ-তে নাগরিকত্বের সংশাপত্র পেলেন তারা অধিকাংশ উত্তর ২৪ পরগণা জেলার সেই সব এলাকার বাসিন্দা যেখানে শেষ দফায় নির্বাচন রয়েছে।

শেষ দফা নির্বাচনের আগে সিএএ-তে প্রথম বাংলায় নাগরিকত্ব দেওয়া শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রথম ৮জনকে নাগরিকত্ব দেওয়া হয়। এর মধ্যে একজন নদিয়ার, বাকি ৭জন উত্তর ২৪ পরগণার। কিন্তু ৮জনের মধ্যে কোনও মতুয়া সম্প্রদায়ের নাগরিকের নাম নেই।

যে বিজেপি মতুয়া অধ্যুসিত লোকসভা কেন্দ্রগুলিতে নাগরিকত্বের নামে নির্বাচনী প্রচার চালিয়েছে, তাদের প্রথম তালিকায় কোনও মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম না থাকায় রাজনীতিকদের অনুমান সপ্তম দফার নির্বাচন এলাকাগুলিকে টার্গেট করে এই তালিকা প্রকাশিত হয়েছে। অন্যদিকে সিএএ-তে কত আবেদন জমা পড়েছে, এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রক না দিতে পারায় আশঙ্কা করা হচ্ছে আদৌ কত মতুয়া সম্প্রদায়ের মানুষ এই ফর্মে আবেদন জানিয়েছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যাঁদের নাগরিকত্বের সংশাপত্র তুলে দেওয়া হয়েছে তার মধ্যে হরিয়ানা ও উত্তরাখণ্ডের বাসিন্দরাও রয়েছেন। লোকসভা নির্বাচনের মধ্যেই সংশাপত্র বিতরণের কাজ শুরু করাকেই বিজেপির রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বলে দাবি করে বিরোধীরা। সপ্তম দফার আগে বাংলার নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াকেও সেভাবেই ব্যাখ্যা করেছেন সিএএ বিরোধী আন্দোলনকারীরা।

Related articles

ফাঁসির মঞ্চে প্রাণ দেওয়া ‘বসুকে’ ওরা ‘সিং’ বানাচ্ছে কেন? কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

শহিদ ক্ষুদিরামের ফাঁসির রায়ের ঐতিহাসিক নথি হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খতিয়ে দেখার পরেই তীব্র নিন্দা...

গুঞ্জনের সমাপ্তি, বিয়ের পিঁড়িতে ‘বাহুবলী’ প্রভাস!

প্রায় দুবছর ধরে বিয়ের গুঞ্জন চলার পর এবার কি দক্ষিণী সিনেপাড়ায় সানাইয়ের সুর? শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন...

সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির

সংরক্ষণের জটে বারবার রাজ্যের পঠন পাঠন থেকে নিয়োগকে থমকে যেতে হয়েছে। ওবিসি নিয়ে বারবার বিরোধীদের মামলা দায়ের করায়...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ অগাস্ট (মঙ্গলবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version