Tuesday, November 11, 2025

নির্বাচনী প্রচারে যে মতুয়া সম্প্রদায়কে বারবার নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন নরেন্দ্র মোদি, বাংলার সেই নাগরিকত্ব সংশপত্রের প্রথম পর্বে নাম এলো না একজন মতুয়ারও। বাংলা থেকে প্রথম যে ৮ জন সিএএ-তে নাগরিকত্বের সংশাপত্র পেলেন তারা অধিকাংশ উত্তর ২৪ পরগণা জেলার সেই সব এলাকার বাসিন্দা যেখানে শেষ দফায় নির্বাচন রয়েছে।

শেষ দফা নির্বাচনের আগে সিএএ-তে প্রথম বাংলায় নাগরিকত্ব দেওয়া শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রথম ৮জনকে নাগরিকত্ব দেওয়া হয়। এর মধ্যে একজন নদিয়ার, বাকি ৭জন উত্তর ২৪ পরগণার। কিন্তু ৮জনের মধ্যে কোনও মতুয়া সম্প্রদায়ের নাগরিকের নাম নেই।

যে বিজেপি মতুয়া অধ্যুসিত লোকসভা কেন্দ্রগুলিতে নাগরিকত্বের নামে নির্বাচনী প্রচার চালিয়েছে, তাদের প্রথম তালিকায় কোনও মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম না থাকায় রাজনীতিকদের অনুমান সপ্তম দফার নির্বাচন এলাকাগুলিকে টার্গেট করে এই তালিকা প্রকাশিত হয়েছে। অন্যদিকে সিএএ-তে কত আবেদন জমা পড়েছে, এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রক না দিতে পারায় আশঙ্কা করা হচ্ছে আদৌ কত মতুয়া সম্প্রদায়ের মানুষ এই ফর্মে আবেদন জানিয়েছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যাঁদের নাগরিকত্বের সংশাপত্র তুলে দেওয়া হয়েছে তার মধ্যে হরিয়ানা ও উত্তরাখণ্ডের বাসিন্দরাও রয়েছেন। লোকসভা নির্বাচনের মধ্যেই সংশাপত্র বিতরণের কাজ শুরু করাকেই বিজেপির রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বলে দাবি করে বিরোধীরা। সপ্তম দফার আগে বাংলার নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াকেও সেভাবেই ব্যাখ্যা করেছেন সিএএ বিরোধী আন্দোলনকারীরা।

Related articles

প্রয়াত অভিনেতা-প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড

হাসপাতালের দীর্ঘ লড়াই শেষ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version