তীব্র জলসঙ্কটের জেরে বাড়ছে অস্বস্তি! সুপ্রিম দ্বারস্থ হয়ে সাহায্যপ্রার্থনা দিল্লি সরকারের

মাত্রা ছাড়িয়েছে তাপমাত্রার (Temperature) পারদ। ইতিমধ্যে ৫০ পেরিয়েছে দিল্লির (Delhi) তাপমাত্রা। তীব্র দহনজ্বালার পাশাপাশি ইতিমধ্যে আগের সব রেকর্ড (Record) ভেঙে দিয়েছে তাপমাত্রা। স্বাভাবিকভাবেই হাঁসফাঁস গরমের পাশাপাশি রাজধানী শহর জুড়ে তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে। আর এমন ভয়াবহ সমস্যার হাত থেকে বাঁচতে পড়শি ৩ রাজ্যের কাছে সাহায্য প্রার্থনা করল দিল্লির (Delhi) অরবিন্দ কেজরিওয়াল সরকার (Aravind Kejriwal Govt)। শুক্রবার রাজ্যে জলের হাহাকার দেখা দেওয়ায় বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) দ্বারস্থ হয়েছে দিল্লি সরকার। ইতিমধ্যে পর্যাপ্ত জলের দাবিতে দেশের শীর্ষ আদালতে দায়ের হয়েছে মামলা।

সুপ্রিম কোর্টে দিল্লি সরকারের তরফে পড়শি রাজ্য হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ থেকে বাড়তি জল চাওয়া হয়েছে। সেই মর্মে আবেদন জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতে। দিল্লির আম আদমি পার্টির সরকারের বক্তব্য, গরমে দিল্লিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে জলের চাহিদাও অনেক বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অন্য রাজ্য থেকে জলের জোগান না পেলে রাজধানী শহরের মানুষের চাহিদা সামলানো অসম্ভব হয়ে পড়ছে। দিল্লি সরকারের এক আধিকারিক জানিয়েছেন, সরকারের তরফে জানানো এই সমস্যা সমাধানে দিল্লিবাসীকে একত্রিত হতে হবে। তিনি আরও জানান, শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের সরকারকে এই সমস্যা নিয়ে রাজনীতি না করে দিল্লির জনগণকে ত্রাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার আম আদমি পার্টি সুপ্রিমো এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, আমাদের সবাইকে এক হয়ে এই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে হবে। তিনি মনে করিয়ে দেন, আমি দেখছি এমন জ্বলন্ত ইস্যু নিয়েও নোংরা রাজনীতি করতে ছাড়ছে না বিজেপি। এতে সমস্যার সমাধান হবে না। আমি সকলকে হাত জোড় করে অনুরোধ করছি এই সময়ে রাজনীতি না করে, আসুন আমরা এক হই এবং দিল্লির জনগণকে সাহায্য করি। কেজরিওয়াল এদিন আরও মনে করিয়ে দেন, যদি বিজেপি হরিয়ানা এবং উত্তরপ্রদেশে তাদের সরকারের সাথে কথা বলে এবং এক মাসের জন্য দিল্লিকে কিছু জল সাহায্য করে, তবে দিল্লির মানুষ বিজেপির এই পদক্ষেপকে মনে রাখবে। তবে আপ সুপ্রিমোর বক্তব্যে সমর্থন জানিয়ে দিল্লির জল মন্ত্রী অতসী বলেন বর্তমানে শহরটি “জরুরি পরিস্থিতির” মধ্যে দিয়ে যাচ্ছে। এদিকে দিল্লিতে জলের অপচয় বন্ধ করতে কড়া পদক্ষেপ করেছে আপ সরকার। জানিয়ে দেওয়া হয়েছে, জল নষ্ট করলে দু’হাজার টাকা জরিমানা দিতে হবে। এই শাস্তি প্রয়োগ এবং নজরদারি চালাতে ইতিমধ্যে ২০০টি দল গঠন করা হয়েছে।