Friday, November 28, 2025

শনিবার রাজ্যে হাই ভোল্টেজ নির্বাচন! তৎপর কমিশন, ভোট সপ্তমীতে মোতায়েন ৯৬৭ কোম্পানি বাহিনী

Date:

Share post:

শনিবার লোকসভা ভোটের শেষ দফা। দেশের পাশাপাশি রাজ্যের ৯ লোকসভা আসনে চলবে ভোটাভুটি। সূচি অনুযায়ী ১ জুন সকাল ৭টাতে শুরু হবে ভোটগ্রহণ। এই ৯ কেন্দ্রের মধ্যে রয়েছে, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। শেষ দফার নির্বাচন রাজ্যের বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ৯টি কেন্দ্রের মধ্যে রয়েছে বেশ কয়েকটি হাইভোল্টেজ কেন্দ্র।

শনিবার শেষ দফার ভোটে একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারেট এলাকাকে। এই এলাকার চারটি কেন্দ্রের জন্য মোট ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ থাকছে ১১,৩১২ জন। থাকছে ৬০০ টি ক্যুইক রেসপন্স টিম। এই সংখ্যাটিও রেকর্ড।

অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে কলকাতা উত্তর কেন্দ্রে মোট ১,৮৬৯ টি বুথের জন্য ৬৬.৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কলকাতা দক্ষিণ কেন্দ্রে ২০৭৮ টি বুথের নিরাপত্তায় থাকছে ৮২.৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যাদবপুর কেন্দ্রের মোট ৯৪৩ টি বুথের জন্য থাকছে ৩৬.৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটের আগেই কলকাতা পুলিশ এলাকার সঙ্গে জুড়েছে ভাঙড়। এই ভাঙড় বিধানসভার বেশিরভাগটাই রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে, পাশাপাশি কিছু বুথ রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে। লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা, অথবা পঞ্চায়েত নির্বাচন, ভাঙর মানেই ঝামেলা, হানাহানি, রক্তপাত। এবার সেই অপবাদ ঘোচানোর জন্য শুধু ভাঙরের জন্যই আলাদা করে ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।

শনিবার বারাসাত পুলিশ জেলায় ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ থাকছে ২৭১৬ জন। ব্যারাকপুর পুলিশ জেলায় মোতায়েন করা হয়েছে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ২৬৬২ জন রাজ্য পুলিশ। গত ছয় মাস খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালি বিধানসভা এলাকা। এটি আবার বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ফলে এই কেন্দ্রটিকেও কমিশন আলাদা নজরে রেখেছে। এই কেন্দ্রে শনিবার কেন্দ্রীয় বাহিনী থাকছে ১১৬ কোম্পানি ও ৩১২০ জন রাজ্য পুলিশ। বারুইপুর পুলিশ জেলায় ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৪৩৬৬ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় ৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ থাকছে ২০৩৪ জন। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৩৯২৫ জন রাজ্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া সুন্দরবন পুলিশ জেলায় ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৩১৫৭ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে দেশের প্রথম পুরুষ বক্সার হিসেবে যোগ্যতা অর্জন করলেন নিশান্ত

এতো গেলো বুথের নিরাপত্তার বিষয়। বুথের বাইরের ঝামেলা মেটাতে নজিরবিহীনভাবে প্রায় দুই হাজার ক্যুইক রেসপন্স টিম ইউনিট মোতায়েন করা হয়েছে। মোট ১৯৫৮ টি কিউআরটি ইউনিটের মধ্যে কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায় ৬০০ টি, বিধাননগর কমিশনারেট এলাকায় ৩২ টি, বারাসাত পুলিশ জেলার জন্য ৬৬ টি, ব্যারাকপুর পুলিশ জেলায় ৬০ টি, বারুইপুর পুলিশ জেলায় ১৪২ টি, বসিরহাট পুলিশ জেলায় ১০৩ টি। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৯৭ টি ও সুন্দরবন পুলিশ জেলায় ১০৩ টি কিউআরটি রাখা থাকছে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য।

spot_img

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...