Wednesday, May 21, 2025

জলের জন্য লম্বা লাইন, শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে ট্যাঙ্ক পাঠাচ্ছে পুরসভা

Date:

Share post:

পানীয় জলের সমস্যায় শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipal corporation)এলাকার বাসিন্দারা। আগামী রবিবার পর্যন্ত পুরসভার জলপানে নিষেধাজ্ঞা জারি করেছেন স্বয়ং মেয়র গৌতম দেব (Mayor Gautam Deb)। এরপর ই জলের পাউচ বিলি করা শুরু হয়ে যায়। কিন্তু এই গরমে প্রয়োজনে তুলনায় পর্যাপ্ত জল মিলছে না বলে অভিযোগ ওঠায় বিকল্প হিসেবে এবার বিভিন্ন ওয়ার্ডে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন (Siliguri Municipal corporation)।

বৃহস্পতিবারের পর শুক্রবারও জলের কুপন নেওয়ার জন্য বিভিন্ন দোকানে ভিড় বাড়তে থাকে। সকাল থেকেই জলের পাউচ বিলি শুরু হয়েছে। যাদের জল কেনার সামর্থ্য নেই, পুরসভার জলের ট্যাঙ্কের জন্য তাঁরা অপেক্ষা করছেন। তিস্তা (Teesta) থেকে জল সরবরাহের সমস্যা হওয়ায় মহানন্দার জলকে পরিশ্রুত করে তা ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই জলে দূষিত পদার্থ মেলায় এবং অক্সিজেন কম থাকায় তাতে নিষেধাজ্ঞা জারি করেছেন বিশেষজ্ঞরা। এরপরই এই জল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি পুরসভা। বিকল্প ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ২৬টি ট্যাঙ্ক পাঠানো হচ্ছে। মেয়র গৌতম দেব বলেন, ‘‘কোথাও যাতে জলের কালোবাজারি না হয়, সে জন্য পুলিশকে জানানো হয়েছে। পুরসভাও নজরদারি রাখছে। পানীয় জলের ট্যাঙ্কি সব ওয়ার্ডের ভাগ করে পাঠানো হচ্ছে। বড় ওয়ার্ডে একাধিক গাড়ি পাঠানো হচ্ছে।’’ জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের সাহায্য নিয়ে প্রতিদিন এক লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। সেই মতো পাঁচটি বরোতে গড়ে ২০ হাজার করে প্রতিদিন পাউচ বিলি চলছে।


 

spot_img

Related articles

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে...