Monday, December 22, 2025

ভোট প্রচারে প্রথম বাংলা! আড়াই মাসের কর্মসূচির পর ঘোষণা কমিশনের

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রচার (Election campaign of Loksabha) শেষ হয়েছে। শনিবার শেষ দফা ভোট গ্রহণের পরই অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করবেন দেশবাসী। কার হাতে আগামী পাঁচ বছর ভারতের শাসনভার থাকবে তা নিয়ে ইতিমধ্যেই বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট আসতে শুরু করেছে। পয়লা জুন সন্ধ্যার পর থেকে একের পর এক এক্সিট পোল রিপোর্ট (Exit Poll) সামনে আসবে। তবে ৭৫ দিনের ভোট প্রচারের প্যারামিটারে শীর্ষস্থানে রইল পশ্চিমবঙ্গ (West Bengal), ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের (election commission of India)। দুরন্ত এনার্জির নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রায় আড়াই মাস ধরে লোকসভা নির্বাচনের প্রচার শেষে বাংলাকে প্রথম স্থানাধিকারের শংসাপত্র দিয়েছে কমিশন।বৃহস্পতিবার শেষ দফার প্রচার শেষে কমিশন সূত্রে জানা গেছে, বাংলায় কর্মসূচি করতে চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে ১ লক্ষ ১৯ হাজার ২৭৬ আবেদন জমা পড়ে। তার মধ্যে ৯৫ হাজার আবেদনের অনুমতি দেওয়া হয়, যা কিনা কার্যত রেকর্ড করেছে। বাংলায় সব থেকে বেশি প্রচার হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে জনসভা এবং পদযাত্রা মিলিয়ে মোট ১০ হাজার ৬৮৮টি কর্মসূচি হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। কখনও তাপপ্রবাহের তীব্র দহন আবার কখনও বৃষ্টির ভ্রুকুটির। মাঝে এসেছে ঘূর্ণিঝড় রেমাল। কিন্তু প্রচার থামেনি বঙ্গে। নজর কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটা কেন্দ্রে একাধিক কর্মসূচিতে সবাইকে পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ঘাসফুল শিবির সূত্রে যে তথ্য মিলেছে তাতে মমতার প্রচার সভা ও রোড-শোয়ের মিলিত সংখ্যা ১০৭ আর অভিষেকের ৭২। শেষ দিনেও ১২ কিলোমিটার পথযাত্রা করে নজর কেড়েছেন তৃণমূল সুপ্রিমো। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যেকোনও কর্মসূচিতে যেভাবে কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন তাতে এই মুহূর্তে অভিষেকের (Abhishek Banerjee) জনপ্রিয়তা প্রশ্নাতীত।

বাম বা কংগ্রেস এর রাজ্যে প্রচারে তেমন প্রভাব ফেলতে পারেনি। বামেদের হয়ে প্রচারে যেমন সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাটরা এসেছেন তেমনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও বাংলায় ভোটপ্রচার করেছেন। তবে দুই দলের কেউই সাড়া ফেলতে পারেননি। ভোট ঘোষণার আগে প্রধানমন্ত্রী এ রাজ্যে চারটি সভা করে ফেলেছিলেন। নির্বাচন কমিশন দিন ঘোষণার পরে উনিশ তম সভাটি করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলায় এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এসেছেন বটে, তবে বালুরঘাট, মালদহ, বাঁকুড়া, বীরভূম-সহ মাত্র ১৫টি আসনে গিয়েছেন। সমাবেশ ছাড়াও কয়েকটি রোড-শো করেছেন। একই রকম পরিসংখ্যান দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার।


 

spot_img

Related articles

ওডিআই বিশ্বকাপ খেলবেন? ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন রোহিত

২০২৭ সালের বিশ্বকাপে(ODI World Cup) রোহিত শর্মা (Rohit Sharma) খেলবেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।  টেস্ট বা টি২০...

সাঁওতালি ভাষা দিবস: উন্নয়নের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০০৩ সালের ২২ ডিসেম্বর সাঁওতালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই দিনটিকেই প্রতি বছর স্মরণ করা...

রাজাবাজারে যুবকের উপর ছুরি নিয়ে হামলা: খুন ফল ব্যবসায়ী

সাত সকালে হাড়হিম করা খুনের ঘটনা শহরের প্রাণকেন্দ্রে। রাজাবাজারে (Rajabajar) ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের। স্থানীয়দের দাবি,...

মধ্যরাতে বাড়িতে আগুন: হাওড়ায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪ জনের

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। বাড়িতে আগুন লেগে গিয়ে বাড়ির ছাল ভেঙে পড়ে তার নিচেই চাপা...