আগামিকাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে কী বললেন রোহিত?

এদিন ভারত অধিনায়ক বলেন, “ প্রথম ম্যাচের আগে এখানকার পরিবেশ বুঝে নিতে চাইছি।

টি-২০ বিশ্বকাপের আগে আগামিকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। রোহিত শর্মাদের সামনে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের আগে এটাই একমাত্র প্রস্তুতি ম্যাচ। আর এই ম্যাচের নামার আগে ভারত অধিনায়ক জানালেন দল তৈরী।

এদিন ভারত অধিনায়ক বলেন, “ প্রথম ম্যাচের আগে এখানকার পরিবেশ বুঝে নিতে চাইছি। আগে কখনও এখানে খেলিনি। পরিবেশের পুরো সুবিধা কাজে লাগাতে হবে আমাদের।” এরপরই তিনি বলেন, “ এখানে প্রথম ম্যাচ খেলতে নামার আগে তর সইছে না আমার।“

প্রথমবার আমেরিকায় ক্রিকেট। প্রথমবার খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে সমর্থকদের দেখে খুশি রোহিত। তিনি বলেন, “ আশা করি নিউইয়র্কের মানুষ আগ্রহ নিয়েই খেলা দেখতে আসবে। প্রথম বার বিশ্বকাপ হচ্ছে। প্রতিটি দলের ম্যাচই অনেক লোক দেখতে আসবেন বলে আশা করছি।“

এদিকে ভারতের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেন, “ গত কয়েক বছরে রোহিত যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে তা অসাধারণ। অধিনায়ক হিসাবে দারুণ রেকর্ড রয়েছে ওর। নেতা হিসাবে দলের প্রত্যেক ক্রিকেটার ওকে সমীহ করে। একার হাতে বিপক্ষের থেকে ম্যাচ কেড়ে নেওয়ার ক্ষমতা রয়েছে ওর।”

আরও পড়ুন- দলবদলে বড় চমক ইস্টবেঙ্গলের, লাল-হলুদে সই এই বিদেশি ফুটবলারের