Monday, November 10, 2025

পিছু ছাড়ছে না বৃষ্টি! শেষ দফার ভোটে রাজ্যের একাধিক প্রান্তে ভারী বর্ষণের পূর্বাভাস আলিপুরের

Date:

শনিবার লোকসভা ভোটের (Loksabha Election) শেষ দফা। দেশের পাশাপাশি রাজ্যের ৯ লোকসভা আসনে চলবে ভোটাভুটি। তবে শনিবার সকালে ভোট দিতে গেলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা ও রেনকোর্ট। শুক্রবার বিকেলে আলিপুর হাওয়া অফিস সাফ জানিয়েছে শনিবারও কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা (Alert) জারি করেছে হাওয়া অফিস। এদিন আলিপুর জানিয়েছে দক্ষিণবঙ্গের থেকেও বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে।

শুক্রবার শেষ আপডেটে হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি আলিপুর জানিয়েছে, শেষ দফা ভোটের দিন অর্থাৎ শনিবার এবং রবিবারও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে রবিবারের পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে এদিন হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছে, সোমবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকালেও সেই ধারা অব্যহত রয়েছে।

Related articles

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...
Exit mobile version