Tuesday, November 18, 2025

জামিনের বিরোধিতা! আদালতে কেজরিওয়ালকে ‘মিথ্যাবাদী’ সম্বোধন ইডির

Date:

মিথ্যা বলছেন অরবিন্দ কেজরিওয়াল! এবার রাউস অ্যাভিনিউ আদালতে এমনই অভিযোগ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শনিবার আদালতে ইডির আইনজীবীর অভিযোগ, নিজের স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। গ্রেফতারির পর কেজরিওয়ালের অভিযোগ ছিল ক্রমাগত তাঁর ওজন কমে যাচ্ছে কিন্তু আদপে ঠিক তার উল্টো হয়েছে বলে এদিন আদালতে দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তবে চলতি বছর গোটা লোকসভা ভোট পর্ব জুড়ে কেজরিওয়াল বনাম মোদি সরকারের দ্বৈরথ দেখেছে দেশবাসী। ভোট মিটতেই এবার কেজরিওয়ালকে রীতিমতো ‘মিথ্যাবাদী’ বলেই অভিযোগ ইডির। তবে এদিন ইডির আইনজীবীর বক্তব্য শোনার পর আগামী ৫ জুন পর্যন্ত রায় সংরক্ষিত রেখেছে আদালত।

তবে শনিবার লোকসভা ভোট মিটতেই তিহারে ফিরবেন আপ সুপ্রিমো। শুক্রবারই সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দাবি কেরেন, জেল হেফাজতে নাকি তাঁর ওজন ছ’কিলোগ্রাম কমে গিয়েছে। সেই সঙ্গে তিনি আরও জানান, অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পরেও তাঁর ওজন এক কিলোগ্রাম কমেছে। কিন্তু সেই দাবি মানতে নারাজ ইডি। গত বৃহস্পতিবারই স্থায়ী জামিন চেয়ে রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল। শনিবার ইডি সেই আবেদনের বিরোধিতা করে কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যা মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার পাল্টা অভিযোগ সামনে এনেছে ইডি। পাশাপাশি শুক্রবার সাংবাদিক বৈঠকে কেজরি জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা মেনে আগামীকাল অর্থাৎ রবিবারই তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন তিনি।

দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন আপ সুপ্রিমো। গত ১০ মে আপ প্রধানকে লোকসভা ভোটের প্রচারে সুযোগ দিতে ১ মে পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। অন্তর্বর্তী জামিনের শর্ত অনুযায়ী, ২ জুন তিহার কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেই মতো রবিবারই তিহারে ফিরবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ২০২১-এ exit poll মেলেনি, ২০২৪ নির্বাচন শেষে সমীক্ষায় ভরসা নেই বাংলার

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version