Monday, November 17, 2025

জামিনের বিরোধিতা! আদালতে কেজরিওয়ালকে ‘মিথ্যাবাদী’ সম্বোধন ইডির

Date:

মিথ্যা বলছেন অরবিন্দ কেজরিওয়াল! এবার রাউস অ্যাভিনিউ আদালতে এমনই অভিযোগ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শনিবার আদালতে ইডির আইনজীবীর অভিযোগ, নিজের স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। গ্রেফতারির পর কেজরিওয়ালের অভিযোগ ছিল ক্রমাগত তাঁর ওজন কমে যাচ্ছে কিন্তু আদপে ঠিক তার উল্টো হয়েছে বলে এদিন আদালতে দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তবে চলতি বছর গোটা লোকসভা ভোট পর্ব জুড়ে কেজরিওয়াল বনাম মোদি সরকারের দ্বৈরথ দেখেছে দেশবাসী। ভোট মিটতেই এবার কেজরিওয়ালকে রীতিমতো ‘মিথ্যাবাদী’ বলেই অভিযোগ ইডির। তবে এদিন ইডির আইনজীবীর বক্তব্য শোনার পর আগামী ৫ জুন পর্যন্ত রায় সংরক্ষিত রেখেছে আদালত।

তবে শনিবার লোকসভা ভোট মিটতেই তিহারে ফিরবেন আপ সুপ্রিমো। শুক্রবারই সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দাবি কেরেন, জেল হেফাজতে নাকি তাঁর ওজন ছ’কিলোগ্রাম কমে গিয়েছে। সেই সঙ্গে তিনি আরও জানান, অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পরেও তাঁর ওজন এক কিলোগ্রাম কমেছে। কিন্তু সেই দাবি মানতে নারাজ ইডি। গত বৃহস্পতিবারই স্থায়ী জামিন চেয়ে রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল। শনিবার ইডি সেই আবেদনের বিরোধিতা করে কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যা মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার পাল্টা অভিযোগ সামনে এনেছে ইডি। পাশাপাশি শুক্রবার সাংবাদিক বৈঠকে কেজরি জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা মেনে আগামীকাল অর্থাৎ রবিবারই তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন তিনি।

দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন আপ সুপ্রিমো। গত ১০ মে আপ প্রধানকে লোকসভা ভোটের প্রচারে সুযোগ দিতে ১ মে পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। অন্তর্বর্তী জামিনের শর্ত অনুযায়ী, ২ জুন তিহার কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেই মতো রবিবারই তিহারে ফিরবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ২০২১-এ exit poll মেলেনি, ২০২৪ নির্বাচন শেষে সমীক্ষায় ভরসা নেই বাংলার

 

Related articles

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...
Exit mobile version