Monday, November 17, 2025

জামিনের বিরোধিতা! আদালতে কেজরিওয়ালকে ‘মিথ্যাবাদী’ সম্বোধন ইডির

Date:

মিথ্যা বলছেন অরবিন্দ কেজরিওয়াল! এবার রাউস অ্যাভিনিউ আদালতে এমনই অভিযোগ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শনিবার আদালতে ইডির আইনজীবীর অভিযোগ, নিজের স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। গ্রেফতারির পর কেজরিওয়ালের অভিযোগ ছিল ক্রমাগত তাঁর ওজন কমে যাচ্ছে কিন্তু আদপে ঠিক তার উল্টো হয়েছে বলে এদিন আদালতে দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তবে চলতি বছর গোটা লোকসভা ভোট পর্ব জুড়ে কেজরিওয়াল বনাম মোদি সরকারের দ্বৈরথ দেখেছে দেশবাসী। ভোট মিটতেই এবার কেজরিওয়ালকে রীতিমতো ‘মিথ্যাবাদী’ বলেই অভিযোগ ইডির। তবে এদিন ইডির আইনজীবীর বক্তব্য শোনার পর আগামী ৫ জুন পর্যন্ত রায় সংরক্ষিত রেখেছে আদালত।

তবে শনিবার লোকসভা ভোট মিটতেই তিহারে ফিরবেন আপ সুপ্রিমো। শুক্রবারই সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দাবি কেরেন, জেল হেফাজতে নাকি তাঁর ওজন ছ’কিলোগ্রাম কমে গিয়েছে। সেই সঙ্গে তিনি আরও জানান, অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পরেও তাঁর ওজন এক কিলোগ্রাম কমেছে। কিন্তু সেই দাবি মানতে নারাজ ইডি। গত বৃহস্পতিবারই স্থায়ী জামিন চেয়ে রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল। শনিবার ইডি সেই আবেদনের বিরোধিতা করে কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যা মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার পাল্টা অভিযোগ সামনে এনেছে ইডি। পাশাপাশি শুক্রবার সাংবাদিক বৈঠকে কেজরি জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা মেনে আগামীকাল অর্থাৎ রবিবারই তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন তিনি।

দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন আপ সুপ্রিমো। গত ১০ মে আপ প্রধানকে লোকসভা ভোটের প্রচারে সুযোগ দিতে ১ মে পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। অন্তর্বর্তী জামিনের শর্ত অনুযায়ী, ২ জুন তিহার কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেই মতো রবিবারই তিহারে ফিরবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ২০২১-এ exit poll মেলেনি, ২০২৪ নির্বাচন শেষে সমীক্ষায় ভরসা নেই বাংলার

 

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version