Thursday, August 21, 2025

ভয় ধরাচ্ছে তাপপ্রবাহ! দেশে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, কেন্দ্রকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার নির্দেশ আদালতের

Date:

বর্ষা (Monsoon) শুরু হলেও প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে তাপমাত্রা (Temperature)। সেই আবহেই এবার দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭। তবে সময় যত গড়াচ্ছে দেশের উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্বাঞ্চলে তাপমাত্রার পারদ কমার কোনও লক্ষণ চোখে পড়ছে না। শুধু তাই নয়, গত ৪৫ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে মৌসম ভবনের (IMD) তরফে জানানো হয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে পরিস্থিতি উন্নতির সম্ভাবনার কথা জানালেও তাপপ্রবাহের (Heatwave) জেরে মৃতের সংখ্যা বৃদ্ধিতে রীতিমতো উদ্বেগ বেড়েই চলেছে।

এই মুহূর্তে দেশের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। কোথাও কোথাও তাপমাত্রা ৫০ ডিগ্রির কোটা ছাড়িয়েছে বলে খবর। সূত্রের খবর, বর্তমানে রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশের পূর্ব অংশ এবং বিদর্ভে তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। সূত্রের খবর, এক দিনে পশ্চিম ওড়িশায় ১৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৬ জনের। বিহারে ৫, রাজস্থানে ৪ চার এবং পাঞ্জাবে তাপপ্রবাহের জেরে এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। মারা গিয়েছেন এক জন। তবে মৃত্যুর দিক থেকে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে ওড়িশা।

এদিকে শনিবারও দেশজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়ে মৌসম ভবন জানিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকা, উত্তরাখণ্ডের কিছু জায়গা ও হিমাচল প্রদেশের কিছু জায়গাতেও তাপপ্রবাহ জারি থাকবে। ইতিমধ্যে রাজস্থান হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে তাপপ্রবাহকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণা করে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়েছে। যদিও মৌসম ভবন জানিয়েছে, দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারই। আগামী চার-পাঁচ দিনে উত্তর-পূর্ব ভারতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা একধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version