Saturday, May 3, 2025

২৯৫ আসন পাবে I.N.D.I.A. জোট! বৈঠক শেষে দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের

Date:

আজ, শনিবার চলতি ম্যারাথন লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দফা। ফলাফল ৪ জুন। ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ফলাফলের চুলচেরা বিশ্লেষণ। এদিকে ফলাফল বেরোনোর আগে, শেষ দফার ভোটের দিনই দিল্লিতে বৈঠকে বসেছিল I.N.D.I.A. জোট। যদিও এই বৈঠকে থাকছে না তৃণমূল। তবে এই বৈঠকে না থাকলেও তৃণমূলকে ইন্ডিয়া জোটের ‘গুরুত্বপূর্ণ সহযোগী’ হিসেবে তকমা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। অন্যদিকে, বৈঠক শেষে আত্মবিশ্বাসের সুর কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের শরিকদের। ২৯৫টি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট! বৈঠক শেষে দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। সেই সঙ্গে ফল প্রকাশের আগে নির্বাচনের কমিশনের কাছেও যাওয়ার দাবি জানালেন খাড়গে।
এদিন দুপুর ৩টেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে বসতে চলেছে I.N.D.I.A. জোটের বৈঠক। এই বৈঠকে কংগ্রেস নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপ সাংসদ সঞ্জয় সিং, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।
তৃণমূলের ইন্ডিয়া জোটে থাকা নিয়ে বৈঠকের আগেই সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, তৃণমূল ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক। একই সুরে মল্লিকার্জুন খাড়্গেও জানিয়েছেন, কলকাতার ভোটের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসতে পারছেন না, তা আগাম জানানো হয়েছে।
ভোট গণনার আগে গণনা সংক্রান্ত যে অভিযোগ বিরোধী জোটের রয়েছে তা নিয়ে রবিবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে জোটের সদস্যরা। এই সব অভিযোগ নিয়ে সংশোধনের দাবি জানানো হবে। সেই সঙ্গে সংশোধনের পরে দ্রুত সেই নির্দেশ প্রত্যেক জেলার নির্বাচন আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার দাবিও জানানো হবে বলে জানান খাড়গে।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version