Friday, November 7, 2025

আজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, রিয়ালের মুখোমুখি বরুসিয়া

Date:

আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সারপ্রাইজ প্যাকেজ বরুসিয়া ডর্টমুন্ড। সবচেয়ে কঠিন গ্রুপ থেকে পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহোভেনের মতো দলগুলোকে পিছনে ফেলে ইউরোপ সেরার খেতাবি লড়াইয়ে নামছে জার্মান জায়ান্টরা। শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আবার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়রদের সামনে ত্রিমুকুট জয়ের হাতছানি।

চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল সংখ্যাটা ১৫ করার জন্য মুখিয়ে রয়েছে। চলতি প্রতিযোগিতায় এবার ১২ ম্যাচেই অপরাজিত রয়েছে কার্লো আনচেলোত্তির দল। অন্যদিকে, ম্যাট হুমেলস, জডন সাঞ্চোদের ডর্টমুন্ড ইউরোপীয় প্রতিযোগিতায় শেষ ১১ ম্যাচের মধ্যে মাত্র একটিতেই হারের মুখ দেখেছে। তার মধ্যে ছ’টি ম্যাচেই কোনও গোল না হজম করে ক্লিন-শিট রাখতে সক্ষম হয়েছে এডিন তারজিকের দল। তাই শনিবারের রাতের ওয়েম্বলিতে রিয়ালের কঠিন বাধা টপকে ডর্টমুন্ড ইতিহাস লিখতে পারে কি না, সে দিকে নজর থাকবে ফুটবল দুনিয়ার।

রিয়ালের জার্সিতে চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়াস। ব্রাজিলীয় এই ফরোয়ার্ড এখনও পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে করেছেন ২৩ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১ গোল। রিয়ালকে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা নিয়েছেন। এই বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তিনিই এগিয়ে থাকবেন। সেই ভিনি মেগা ফাইনালের আগে জানিয়েছেন, ব্যালন নয়, চ্যাম্পিয়ন্স লিগ জেতাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

রিয়াল কোচ আনচেলোত্তি জার্মান প্রতিপক্ষকে প্রচণ্ড সমীহ করছেন। তিনি বলেছেন, ‘‘আমাদের কাজটা সহজ নয়। ৯০ মিনিটে ম্যাচ বের করতে হলে একই গতিতে খেলতে হবে।’’

আরও পড়ুন- সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখতে চান গুরপ্রীত


Related articles

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...
Exit mobile version