Friday, December 19, 2025

শেষ পর্বে দমদম-বরাহনগর-উত্তর কলকাতায় উৎসবের আবহে ভোট চলছে

Date:

Share post:

দমদম লোকসভা ও বরানগর বিধানসভার উপ নির্বাচনে মোট ২২জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ১৭লক্ষ ভোটার। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশনের তরফে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও প্রায় তিন হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার সপ্তম পর্বের ভোটে দমদমে নির্বিঘ্নেই ভোট হচ্ছে। দমদমে তৃণমূল প্রার্থী তিনবারের সৌগত রায়। এই আসনে লড়াই সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের। দমদমের পানিহাটি ১২১, ১২২ নম্বর বুথে সকাল ৭ টা থেকেই ভোট দেওয়ার জন্য লম্বা লাইন। মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সবাই গরম এড়াতে সকাল সকাল ভোট দিতে চলে এসেছেন। যুগবেড়িয়া তালবান্দা বোদাই কেন্দ্রে পুরুষ এবং মহিলা ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। মূলত: সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছে। বেলা ১২ টা পর্যন্ত দমদমে ভোট পড়েছে ২৭ শতাংশ। রীতিমতো উৎসবের আবহে এখানে ভোট হচ্ছে।

এর পাশের কেন্দ্র বরাহনগর। লোকসভা নির্বাচনের পাশাপাশি উপনির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে বরানগর বিধানসভার। বরাহনগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। বরাহনগরে বিকেসি কলেজের বুথে গিয়েছিলেন তন্ময়। তৃণমূলের অভিযোগ, তিনি সেখানে ভোটারদের প্রভাবিত করছিলেন। তৃণমূল তার প্রতিবাদ করায় দু’পক্ষ বাগবিতণ্ডায় জড়ায়। উত্তপ্ত পরিস্থিতিতে দ্রুত ঝগড়া গড়ায় হাতাহাতিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও এখানে তার আগে পর্যন্ত নির্বিঘ্নেই ভোট পর্ব চলছিল। প্রচুর ভোটার বেলা সাড়ে ১১ টার সময় ভোটের লাইনে ভোট দিতে অপেক্ষা করছিলেন। এখানেও ১১ টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ২২ শতাংশ।

কলকাতা উত্তর কেন্দ্রের দিকে এবার নজর সবার। এই কেন্দ্রে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায়ের। বেথুন কলেজে গিয়ে দেখা গিয়েছে, নির্বিঘ্নেই ভোটগ্রহণ পর্ব চলছে। প্রচুর বর্ষীয়ান ভোটার এখানে সকাল সকাল লাইন দিয়েছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। অনেক নতুন ভোটারের দেখা মিলেছে এখানে। এরই পাশাপাশি, বেলেঘাটা মেন রোডের জওহর হিন্দি বিদ্যালয়ে বুথে গেলে তাপস রায়ের উদ্দেশে গো ব্যাক স্লোগান দেওয়া হয। ভোটারদের যুক্তি, এখানে শান্তিতে ভোট হচ্ছে, কেন এসেছেন তাপস রায়? এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। গাড়ি ঘুরিয়ে চলে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী।অন্যদিকে কাশীপুরে ৫৭ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। বুথে যেতেই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে স্লোগান দেওয়া শুরু হয়। ধাক্কাধাক্কিও হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।





spot_img

Related articles

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...

দ্বিতীয় বৈঠকেও কাটল না চিংড়িঘাটার মেট্রো জট

দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো জটিলতায় মিলল না কোনও সমাধান সূত্র। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে...

লোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় (Cash for query) চার সপ্তাহের মধ্যে সিবিআই চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল...