Monday, August 11, 2025

যে কোনওভাবে বাংলাকে গোটা দেশের কাছে ছোট করার যে পণ বিজেপি লোকসভা নির্বাচনের আগে থেকে নিয়েছে, সপ্তম দফার নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। সপ্তম দফার নির্বাচনে যে বিজেপি কর্মী মৃত বলে ঘটা করে প্রকাশ করেছেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য, তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন তা তারই নিজের বার্তা সহ প্রমাণ করে দিল তৃণমূল। গোটা দেশে একটি মাত্র রাজনৈতিক খুনের ঘটনা বাংলায় ঘটেছে, বলে মালব্য যে আদতে বদনাম করতে চেয়েছিলেন বাংলাকে, তা আবারও প্রমাণিত হল এই ঘটনায়।

শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফায় বারবার আইন শৃঙ্খলা রক্ষা করতে যাওয়া পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় সন্দেশখালির বিজেপি কর্মীরা। কখনও অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে বাধা দেওয়া, কখনও পুলিশের উপর পাথর ছোঁড়া, আর শেষমেশ বাসন্তী হাইওয়ে আটকে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, কিছুই বাকি রাখেনি সন্দেশখালির বিজেপি কর্মীরা। ঘটনায় বেশ কিছু বিজেপি ও তৃণমূল কর্মী, এমনকি সাধারণ মহিলাও আহত হন। এরপরই অমিত মালব্য মাঠে নামেন। এই সংঘর্ষের ঘটনাকে তুলে ধরে গোপিনাথ সরদার ওরফে ছোটন সরদারের মৃত্যুর খবর রটিয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।

কিছু মিডিয়া সেই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বড় বড় করে খবর করে বাংলাকে বদনাম করতেও সময় নেয়নি। কিন্তু আসল সত্য কেউ পরখ করে দেখেনি। রবিবার দেখা যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী ছোটন সরদার। তিনি নিজেই জানান তিনি হাসপাতালে চিকিৎসাধীন, এখন অনেকটা সুস্থ বোধও করছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে পাল্টা সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, “বাংলায় আসন্ন পরাজয়ের ভয়ে বিজেপি মরিয়া হয়ে উঠেছে। ভুল খবর ছড়ানোর এটা একটা সম্পূর্ণ নতুন ও অত্যন্ত নিম্নমানের ধাপ।”

Related articles

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ফের বিজেপিশাসিত ওড়িশায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল কিশোরী!

চলতি মাসে ওড়িশায় (Odisha) গায়ে আগুন লাগানোর ঘটনা মোট চার। যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে। সোমবার ওডিশার...

মর্মান্তিক! রেললাইনে উদ্ধার এক শিশুসহ ৩ মহিলার মৃতদেহ

সোমবার ভোরে পুরুলিয়ার (Puruliya) সুইসা স্টেশনের কাছে রেললাইনের উপর থেকে তিন মহিলার দেহ উদ্ধার করল রেল পুলিশ। মৃতরা...
Exit mobile version