Wednesday, November 12, 2025

কমিশনের অভিযোগের তদন্ত শুরু রাজ্যের, নির্বাচনের কাজ থেকে অব্যাহতি ২ আধিকারিককে: জানালেন পন্থ

Date:

ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। আপাতত ২ আধিকারিককে নির্বাচনের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) দেওয়া ৫ ও ৮ অগাস্টের চিঠির প্রেক্ষিতে জানাল রাজ্য সরকার। নির্বাচন কমিশনকে (Election Commission)পাঠানো চিঠিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth) জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, পদ্ধতি ও কার্যপ্রণালীরও বিস্তৃত পর্যালোচনা করা হবে। এই বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হচ্ছে।

চিঠিতে মুখ্যসচিব জানান, বিস্তারিত তদন্তের আগে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে তা দীর্ঘদিন ধরে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করা আধিকারিকদের মনোবল ভেঙে দিতে পারে। একই সঙ্গে, এই ধরনের পদক্ষেপ নির্বাচনী দায়িত্ব ও প্রশাসনিক কাজে যুক্ত বৃহত্তর দলকেও প্রভাবিত করতে পারে। রাজ্যের দাবি, জেলা ও ক্ষেত্র পর্যায়ের আধিকারিকদের একাধিক দায়িত্ব থাকে। সময়সীমা বেঁধে কাজের জন্য অনেক সময় সৎ উদ্দেশ্যে কিছু দায়িত্ব অধস্তন কর্মীদের উপর ন্যস্ত করা হয়।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে, ময়না কেন্দ্রের AERO সুদীপ্ত দাস এবং বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে ভোটার তালিকা সংশোধন-সহ নির্বাচন সম্পর্কিত যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব (Manoj Panth)। তিনি জানান, তদন্ত সম্পন্ন হওয়ার পর বিস্তারিত ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হবে।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version