Thursday, August 21, 2025

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মিলল সমাধানসূত্র! রবিবার থেকেই শিলিগুড়ির সব ওয়ার্ডে পৌঁছল জল

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপে অবশেষে মিলল সমাধান। আগেভাগেই মেয়র রবিবারের মধ্যে এই জল যন্ত্রণা মেটার আশ্বাস দিলেও লাভের লাভ হয়নি। উল্টে মেয়ররের সাংবাদিক সম্মেলন চলাকালীন শনিবারই শিলিগুড়ি পুরসভায় (Siliguri Municipal Corporation) গাজোয়ারির পথে হাঁটে গেরুয়া কর্মী, সমর্থকরা। পুরসভা চত্বরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে তারা। যদিও তাতে লাভের লাভ কিছুই হয়নি। উল্টে কিছুক্ষণের মধ্যে সেই জায়গা থেকে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের সরিয়ে দেয় পুলিশ। তারপরও রাজ্য প্রশাসন ও পুরসভার তরফে বারবার রবিবারের মধ্যে সমস্যা মেটার আশ্বাস দিলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে পায়ের তলার মাটি হারিয়ে নয়া রাজনীতি শুরু গেরুয়া শিবিরের। তবে এদিন আশ্বাস মতো জল যন্ত্রণা মেটাতেই বেশ বেকায়দায় বিজেপি।

 

বিগত পাঁচদিন জল নিয়ে বেজায় সমস্যায় পড়েন শিলিগুড়ি পুরসভার বাসিন্দারা। অবশেষে রবিবার বিকেল থেকেই বাড়ি বাড়ি পৌঁছল পানীয় জল। ইতিমধ্যে ২৫, ২৬, ২৭, ২৯, ৩৩, ৩৪, ৩৫, ২৮, ২০, ১৫ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করা হয়েছে। খুব শীঘ্রই পুরসভার সব এলাকায় জল পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র। মেয়র এদিন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে সমস্যা মেটানোর চেষ্টা করেছেন। একাধিকবার নিয়েছেন খোঁজখবরও। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই দ্রুত সমস্যার সমাধান হয়েছে। আমরা তাঁর নির্দেশ মতো কাজ করেছি। তিনি আরও বলেন, পিএইচই ও সেচ দফতরের সঙ্গে পুরনিগম আলোচনা করেছে। পুরনিগমকে জানানো হয়েছে, তিস্তা থেকে জল সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

তবে, পানীয় জলের সমস্যা মেটাতে মহানন্দা সহ শহর ও লাগোয়া সমস্ত নদী সংস্কার করা হবে বলে জানিয়েছেন মেয়র। পুরসভা সূত্রে খবর, সেচ দফতরের সঙ্গে কেএমডিএ যৌথভাবে এই কাজ করবে। খরচ হবে প্রায় ৬০০ কোটি টাকা।

Related articles

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...
Exit mobile version