Wednesday, November 5, 2025

বাগুইআটির পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে উদ্ধার কঙ্কাল! আতঙ্কে স্থানীয়রা

Date:

বাগুইআটিতে (Baguiati) পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে উদ্ধার কঙ্কাল (Skeleton)। ইতিমধ্যে ব্যাগের ভিতর থেকে কঙ্কাল উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ ৷ বাগুইআটির জর্দা বাগান এলাকার ঘটনা। ব্যাগের মধ্যে কঙ্কাল উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বাগুইআটি থানার পুলিশ এলাকায় গিয়ে এসব উদ্ধার করে তদন্তে নেমেছে। তবে কোথা থেকে এসব এল তা নিয়ে চিন্তা বাড়ছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বাগুইআটির জর্দাবাগান এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে ব্যাগ ভর্তি মাথার খুলি হাড়গোড় উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা সকালে প্রথম ব্যাগটি দেখতে পান। ব্যাগে মাথার খুলি ও হাড়গোড় জাতীয় কিছু রয়েছে বুঝতে পেরেই তাঁরা বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ এসে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাইরে থেকে এসে ওই বাড়িতে কেউ এসব ফেলে দিয়ে গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও এলাকার সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ।

তবে ওই মাথার খুলি ও হাড়গোড় মানুষেরই কি না তা নিয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। কয়েকদিন আগেই শহরে খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। সেই খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পারে খুনিরা তাঁর দেহটি টুকরো টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছিল। ফলে এই দুই ঘটনার মধে কোনও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version