Sunday, May 4, 2025

বাগুইআটির পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে উদ্ধার কঙ্কাল! আতঙ্কে স্থানীয়রা

Date:

বাগুইআটিতে (Baguiati) পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে উদ্ধার কঙ্কাল (Skeleton)। ইতিমধ্যে ব্যাগের ভিতর থেকে কঙ্কাল উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ ৷ বাগুইআটির জর্দা বাগান এলাকার ঘটনা। ব্যাগের মধ্যে কঙ্কাল উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বাগুইআটি থানার পুলিশ এলাকায় গিয়ে এসব উদ্ধার করে তদন্তে নেমেছে। তবে কোথা থেকে এসব এল তা নিয়ে চিন্তা বাড়ছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বাগুইআটির জর্দাবাগান এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে ব্যাগ ভর্তি মাথার খুলি হাড়গোড় উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা সকালে প্রথম ব্যাগটি দেখতে পান। ব্যাগে মাথার খুলি ও হাড়গোড় জাতীয় কিছু রয়েছে বুঝতে পেরেই তাঁরা বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ এসে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাইরে থেকে এসে ওই বাড়িতে কেউ এসব ফেলে দিয়ে গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও এলাকার সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ।

তবে ওই মাথার খুলি ও হাড়গোড় মানুষেরই কি না তা নিয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। কয়েকদিন আগেই শহরে খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। সেই খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পারে খুনিরা তাঁর দেহটি টুকরো টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছিল। ফলে এই দুই ঘটনার মধে কোনও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version