Saturday, August 23, 2025

স্বাধীনতার সাত দশক পর প্রথম দেশের নির্বাচনে সামিল নিকোবরের শম্পেন জনজাতি

Date:

এবারের লোকসভা নির্বাচনে আন্দামান নিকোবরে ইতিহাস গড়ল কমিশন। তাদের উদ্যোগে স্বাধীনতার সাত দশক পর প্রথম দেশের নির্বাচনে সামিল হল নিকোবরের শম্পেন জনজাতিরা। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সোমবার সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই তথ্য জানান। নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘শহরের আভিজাত্যের ভিড়ে ঢাকা পড়ে যায় দেশের জনজাতি সম্প্রদায়ের মানুষরা। কিন্তু এবারের গণতন্ত্রের উৎসবে অংশ নিয়েছেন বহু আদিবাসী জনজাতির মানুষ। এই প্রথমবার ভোট দিয়েছেন নিকোবরের শম্পেন জনজাতি সম্প্রদায়ের মানুষরা।

নির্বাচন কমিশনার জানান, ভোট উৎসবে শম্পেন জনজাতির অংশগ্রহণের ছবি কমিশনের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। এছাড়াও দেশের ১২৬টি গ্রাম ও ১৯৯টি বিচ্ছিন্ন এলাকায় এই প্রথমবার ভোটগ্রহণ হয়েছে। ছত্তিশগড়ের সরগুজার ১০০টি পোলিং বুথে প্রথমবার ভোট গ্রহণ হয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে ৮৮ শতাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের জনগণনা অনুযায়ী নিকোবরের শম্পেন জনজাতির জনসংখ্যা ২২৯। তাঁদের মধ্যে ৯৮ জন ভোটার। জঙ্গল থেকে বেরিয়ে এদের মধ্যে ভোটদান করেন ৭ জন। ভোট দানের আগে তাদের ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে প্রশিক্ষণও দেওয়া হয়। ভোট দেওয়ার পর নির্বাচন কমিশনের তরফে তৈরি করা সেলফি জোনে ভোটার কার্ড হাতে ছবি তুলতেও দেখা যায় তাদের।বিপন্নপ্রায় জনজাতির ভোটে অংশ নেওয়াকে নিরাবাচন কমিশনের সাফল্য বলে উল্লেখ করা হয়েছে।





Related articles

অভিষেকেই বাজিমাতের লক্ষ্যে ডুরান্ড ফাইনালে যুবভারতীজুড়ে DHFC উন্মাদনা

ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ...

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...
Exit mobile version