বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিতেই মিটল লোকসভা নির্বাচন। একই সঙ্গে ভোট হয়েছে রাজ্যের দুটি কেন্দ্রে হয়েছে বিধানসভা উপনির্বাচন। কিন্তু জট কাটলেও, এখনও মানিকতলা উপনির্বাচনের দিন ঘোষণা হয়নি। তবে, এবার আশার আলো। মুখবন্ধ খামে ভোটের প্রস্তাবিত দিন সুপ্রিম কোর্টে (Supreme Court) জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তাহলে কবে মানিকতলার উপনির্বাচন? কমিশনের প্রস্তাবিত দিন শীঘ্রই ঘোষণা হবে।
এরপরে হাই কোর্টে ‘ইলেকশন পিটিশন’ প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানান কল্যাণ চৌবে (Kalyan Chowbay)। ব্যক্তিগত কারণে ওই সিদ্ধান্ত বলে জানান কল্যাণের আইনজীবী। যদিও বিচারপতি জয় সেনগুপ্ত ওই আবেদন মঞ্জুর করেননি। জানান, ৯ মে মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি বিবেচনা করা হবে। সেই মতো মামলা প্রত্যাহার করার নির্দেশ দেয় আদালত।
এবারের লোকসভা ভোটের সঙ্গে বরানগর ও ভগবানগোলা বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে। কিন্তু মানিকতলায় কেন ভোট নেওয়া হচ্ছে না? প্রশ্ন তোলে বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। কমিশন ও মামলাকারীদের তরফে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। মামলাকারীরা আর্জি জানায়, ৩০ জুনের মধ্যে উপনির্বাচন হলে ভালো হয়। সেইমতো সুপ্রিম কোর্টের মুখবন্ধ খামে মানিকতলা উপনির্বাচনের প্রস্তাবিত দিনক্ষণ জানিয়েছে কমিশন।