অবাধ ও শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন মথুরাপুর ও বারাসত লোকসভা কেন্দ্রের দুই বুথে

বিজেপির কথায় প্রভাবিত হয়ে মথুরাপুর ও বারাসত লোকসভা কেন্দ্রের দুই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতই সোমবার বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভার অন্তর্গত ৬১ নম্বর বুথে এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হয়। দুই বুথ এই দিন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সকাল থেকেই করা নিরাপত্তায় এই দুই বুথ মুড়ে ফেলা হয়েছিল। বারাসাত লোকসভা কেন্দ্রের ৬১ নম্বর বুথে বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৫৮.৫৩ শতাংশ।

কমিশন সূত্রে খবর বারাসাতের ওই বুথে কোন রকম রাজনৈতিক গন্ডগোল হয়নি কিন্তু রেড কাস্টিং এ এই বুথের কোন অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। সেই জন্যই ওইখানেই কিছু টেকনিক্যাল সমস্যার কারণে পুনঃনির্বাচন হয়।

অপরদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ২৬ নম্বর বুথে ভোট দিতে এসে ভোটাররা যথেষ্ট ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের দাবি সম্পূর্ণ শান্তি-শৃঙ্খলার সঙ্গে ভোট হওয়া সত্বেও নির্বাচন কমিশনার সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছেন। গরমের মধ্যে দুবার লাইনে দাঁড়িয়ে এবং নিজেদের পেশার ক্ষতি করে ভোট দেওয়ার কারণে যথেষ্ট বিরক্ত তারা।

আরও পড়ুন- গণনার আগে নন্দীগ্রাম প্রসঙ্গ! লোডশেডিং-কাণ্ড নিয়ে চূড়ান্ত সতর্কতা কমিশনের

 

Previous articleগণনার আগে নন্দীগ্রাম প্রসঙ্গ! লোডশেডিং-কাণ্ড নিয়ে চূড়ান্ত সতর্কতা কমিশনের
Next articleস্ত্রীকে রেখে ‘আধি ঘরওয়ালিকে’ নিয়ে পালালেন শিক্ষক