Tuesday, November 4, 2025

পুলিশকে মা.রধরে অভিযুক্ত বিজেপি নেতার বাড়িতে ত.ল্লাশি, উ.ত্তেজনা ছড়ানোর চেষ্টা সন্দেশখালিতে

Date:

পুলিশি অভিযান ঘিরে সোমবার ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগে বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ যায়। বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ওই নেতার বাড়িতে পুলিশ ঢুকতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতার পরিবারের সদস্যরা, পুলিশ আধিকারিকদের ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি, চিৎকার শুরু হয়। অময় ভুঁইয়ার পরিবারের মহিলা সদস্যদের বের করে নিয়ে আসেন RAF-র মহিলা আধিকারিকরা। এরপরই ঘরের মধ্যে তল্লাশি অভিযান শুরু হয়।

বিজেপি নেতার বৌদি পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান বলে জানা গিয়েছে। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। ক্ষোভ তুঙ্গে ওঠে। বিক্ষুব্ধ মহিলা সদস্যের অভিযোগ, কোনও তথ্য না দেখিয়ে গায়ের জোরে পুলিশ বাড়িতে ঢুকে গিয়েছে। পুলিশের দাবি, ভোটের আগে এবং ভোটের সময় যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার নেপথ্যে ছিলেন এই অময় ভুঁইয়া। রবিবারও কার্যত এক ছবি দেখা গিয়েছিল সন্দেশখালিতে। রবিবার, সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় ধুন্ধুমার বাধে। সেখানেও, পুলিশের উপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড়ের অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় তুমুল বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। RAF এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে ঢোকে পুলিশ, তল্লাশি চালাতে শুরু করে। এর পর যখন সাধন নন্দী নামে গ্রামের এক ব্যক্তিকে আটক করে তারা নিয়ে আসছিল, তখনই বিক্ষোভ দেখাতে থাকেন আগারহাটি মণ্ডলপাড়ার বাসিন্দারা। মহিলারাপরে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

 

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version