Tuesday, August 26, 2025

রাত পোহালেই গোটা দেশের সঙ্গে এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের গণনা। প্রতিটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা! প্রায় সমস্ত বুথ ফেরৎ সমীক্ষা বা এক্সিট পোলে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদির ফেরার আভাস দেওয়া হয়েছে। বাংলাতেও শাসক তৃণমূলের চেয়ে আসন সংখ্যায় এগিয়ে থাকবে বিজেপি, এমনটাই দাবি করা হয়েছে বেশিরভাগ বুথ ফেরৎ সমীক্ষায়। যদিও বিজেপি বিরোধীরা এই সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ। বরং, ইন্ডিয়া জোটের তরফে দাবি করা হয়েছে কমপক্ষে ২৯৫ আসন নিয়ে ক্ষমতায় আসবে তারা।

এরই মাঝে ফের ভোট! আজ, সোমবার বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো আজ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু পুনর্নির্বাচনেও অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি, এমনই অভিযোগ উঠল।

 

বারাসাতের কদম্বগাছির ৬১ নম্বর বুথ এলাকায় যান বিজেপি নেতা কাসেম আলি। বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা কাসেম আলি ভোটারদের সঙ্গে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে তৃণমূল। সেই সময় পুলিশ বিজেপির ওই নেতাকে বের করে দেয়। পুলিশ জানিয়েছে, কাসেম আলি ৬১ নম্বর বুথ এলাকার ভোটার নয়। সেজন্যই তাঁকে বের করে দেওয়া হয়েছে। উনি এসে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিলেন বলে দাবি করেছে পুলিশ।

কে এই কাসেম আলি? রাজনৈতিক জীবনে মুকুল রায়ের অনুগামী হিসেবে পরিচিত। একটা সময় চুটিয়ে তৃণমূল করতেন এই কাসেম আমি। এরপর মুকুল রায় বিজেপিতে গেলে তাঁর পিছন পিছন গেরুয়া শিবিরে যোগ দেন কাসেম। একুশের বিধানসভা নির্বাচনের পর মুকুল রায় তৃণমূলে ফিরল কাসেমও আসার চেষ্টা করে। কিন্তু তৃণমূল তাঁকে গুরুত্ব দেয়নি। অগত্যা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করে বিজেপিতে থেকে যান কাসেম। এবার লোকসভা ভোটে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন কাসেম।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version