ভোট মিটতেই ফের বঙ্গে অশান্তি শুরু বিজেপি (BJP) ও আইএসএফের (ISF)। এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও কুলতলিতে তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে শুধু দক্ষিণ ২৪ পরগণাই নয়, নিউটাউনেও তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। ভোটে পরাজয় নিশ্চিত জেনেই ফলাফল ঘোষণার আগে ফের গাজোয়ারি শুরু বিজেপি-আইএসএফের।
রবিবার নিউটাউনে দলীয় কার্যালয়ের সামনেই আক্রান্ত হন এক তৃণমূল কর্মী। অনুপ বিশ্বাস নামে ওই ব্যক্তি নিউটাউনের শুলংগুঁড়ির দক্ষিণপাড়ার বাসিন্দা। রবিবার রাতে বাড়ি ফেরার পথে এলাকারই বেশ কয়েকজন তাঁকে মারধর করে বলেই অভিযোগ। হামলাকারীরা এলাকার বিজেপি কর্মী বলেই পরিচিত। এছাড়া কলকাতার বিভিন্ন প্রান্তেও মিলেছে ভোট পরবর্তী হিংসার খবর।