Tuesday, January 13, 2026

তিন বা তারও বেশিবার জিতে দিল্লিতে এবার তৃণমূলের ১০ সাংসদ, ডাবল হ্যাটট্রিক সুদীপের

Date:

Share post:

২০২৪-এও লোকসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষাকে মিথ্যা প্রমাণিত করে প্রত্যাশিত জয় অর্জন করল তৃণমূল। এবার তৃণমূলের টিকিটে জয়ী হয়ে তিনবার বা তারও বেশিবার সংসদে গেলেন দশজন সাংসদ। এবারও জয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন ডায়মন্ড হারবারের প্রার্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘাটালের প্রার্থী দেব, উলুবেড়িয়ার প্রার্থী সাজদা আহমেদ ও জয়নগরের প্রার্থী প্রতিমা মণ্ডল। এছাড়াও চারবার সাংসদ হওয়ার গৌরব অর্জন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, শতাব্দী রায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ডাবল হ্যাটট্রিক করেছেন। এবার জিতে তিনি ষষ্ঠবার সংসদে যাচ্ছেন।

  • অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটের ব্য়বধানে বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়ে এবার তাঁর হ্যাটট্রিক সম্পন্ন করেছেন।
  • ঘাটালের প্রার্থী দেব ২০১৪, ২০১৯-এর পর এবারও জয়ী হয়েছেন। তিনি এবার হারিয়েছেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়কে। দেব জিতেছেন ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে।
  • উলুবেড়িয়ার প্রার্থী সাজদা আহমেদ ২০১৭ সালের উপনির্বাচনে জেতার পর ২০১৯-এও সাংসদ হয়েছিলেন। এবার ২০২৪-এর নির্বাচনেও তিনি জয়ী হয়েছেন। বিজেপি-র অরুণোদয় পাল চৌধুরীকে তিনি ২ লক্ষ ১৩ হাজার ৩৮৭ ভোটে পরাজিত করেছেন।

  • জয়নগরের প্রতিমা মণ্ডল ৪ লক্ষ ৭০ হাজার ২১৯ ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থীক।
  • শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ৮৫ হাজার ৯৫০ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থীকে।
  • বারাসত লোকসভা আসনের তিনবারের জয়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ১ লাখ ১৩ হাজার ৪৮৯ ভোটে ফের একবার জয় পেলেন ওই কেন্দ্রে।
  • দমদমের প্রার্থী সৌগত রায় ৬০ হাজার ভোটে বিজেপির শীলভদ্র দত্তকে হারিয়েছেন এবার।
  • শতাব্দী রায় ২০০৯ সাল থেকে টানা চারবার জয়ী হলেন বীরভূম থেকে।
  • প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রথমবার উপনির্বাচনে জয়ী হওয়ার পর ২০১৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত মোট চার নির্বাচনে জয় পেলেন।
  • সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর থেকে এবার ষষ্ঠবার সাংসদ নির্বাচিত হলেন।

আরও পড়ুন- ডায়মন্ড হারবার মডেল: বাংলায় সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয় অভিষেকের

 

spot_img

Related articles

ওটিটিতে আসছেন কৌশানী-শ্রাবন্তী, পুরুলিয়ায় পাড়ি একেনের 

২০২৬ এর বাংলা বিনোদন জগতে জুড়ে একের পর এক চমক। চলতি বছরে একাধিক বিগ বাজেট ছবি মুক্তির কথা...

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...