Monday, November 10, 2025

তিন বা তারও বেশিবার জিতে দিল্লিতে এবার তৃণমূলের ১০ সাংসদ, ডাবল হ্যাটট্রিক সুদীপের

Date:

Share post:

২০২৪-এও লোকসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষাকে মিথ্যা প্রমাণিত করে প্রত্যাশিত জয় অর্জন করল তৃণমূল। এবার তৃণমূলের টিকিটে জয়ী হয়ে তিনবার বা তারও বেশিবার সংসদে গেলেন দশজন সাংসদ। এবারও জয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন ডায়মন্ড হারবারের প্রার্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘাটালের প্রার্থী দেব, উলুবেড়িয়ার প্রার্থী সাজদা আহমেদ ও জয়নগরের প্রার্থী প্রতিমা মণ্ডল। এছাড়াও চারবার সাংসদ হওয়ার গৌরব অর্জন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, শতাব্দী রায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ডাবল হ্যাটট্রিক করেছেন। এবার জিতে তিনি ষষ্ঠবার সংসদে যাচ্ছেন।

  • অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটের ব্য়বধানে বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়ে এবার তাঁর হ্যাটট্রিক সম্পন্ন করেছেন।
  • ঘাটালের প্রার্থী দেব ২০১৪, ২০১৯-এর পর এবারও জয়ী হয়েছেন। তিনি এবার হারিয়েছেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়কে। দেব জিতেছেন ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে।
  • উলুবেড়িয়ার প্রার্থী সাজদা আহমেদ ২০১৭ সালের উপনির্বাচনে জেতার পর ২০১৯-এও সাংসদ হয়েছিলেন। এবার ২০২৪-এর নির্বাচনেও তিনি জয়ী হয়েছেন। বিজেপি-র অরুণোদয় পাল চৌধুরীকে তিনি ২ লক্ষ ১৩ হাজার ৩৮৭ ভোটে পরাজিত করেছেন।

  • জয়নগরের প্রতিমা মণ্ডল ৪ লক্ষ ৭০ হাজার ২১৯ ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থীক।
  • শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ৮৫ হাজার ৯৫০ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থীকে।
  • বারাসত লোকসভা আসনের তিনবারের জয়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ১ লাখ ১৩ হাজার ৪৮৯ ভোটে ফের একবার জয় পেলেন ওই কেন্দ্রে।
  • দমদমের প্রার্থী সৌগত রায় ৬০ হাজার ভোটে বিজেপির শীলভদ্র দত্তকে হারিয়েছেন এবার।
  • শতাব্দী রায় ২০০৯ সাল থেকে টানা চারবার জয়ী হলেন বীরভূম থেকে।
  • প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রথমবার উপনির্বাচনে জয়ী হওয়ার পর ২০১৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত মোট চার নির্বাচনে জয় পেলেন।
  • সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর থেকে এবার ষষ্ঠবার সাংসদ নির্বাচিত হলেন।

আরও পড়ুন- ডায়মন্ড হারবার মডেল: বাংলায় সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয় অভিষেকের

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...