Thursday, August 28, 2025

ভেঙে পড়ল বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা ২ পাইলটের

Date:

ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। মঙ্গলবার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল গণনা নিয়ে যখন টানটান উত্তেজনা দেশবাসীর মধ্যে তখন মহারাষ্ট্রের নাসিকের কাছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেল। নাসিক রেঞ্জের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল জানান, সুখোই Su-30MKI বিমানটি আচমকাই ভেঙে পড়ে। যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান পাইলট এবং সহকারী পাইলট। সুরক্ষিত রয়েছেন দুজনেই। মাটিতে ভেঙে পড়া মাত্রই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে যুদ্ধবিমানে।

জানা গিয়েছে, শিরসগাঁও গ্রামের কাছে একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে ৷ যুদ্ধবিমানটি উইং কমান্ডার বকিল এবং তাঁর সেকেন্ড ইন কমান্ড বিশ্বাস ওড়াচ্ছিলেন ৷ মঙ্গলবার দুপুর ১টা ২০ নাগাদ নিফাদ তহসিলের শিরসগাঁও গ্রামের একটি খামারে বিমানটি ভেঙে পড়ে ৷ বিমানের নিয়ন্ত্রণ হারিয়েছে বুঝতে পেরে প্যারাশ্যুট নিয়ে বিমান থেকে ঝাঁপ দেন পাইলট ও সহ-পাইলট ৷ যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যাওয়ায় বড়সড় ক্ষতি হতে পারত ৷ তবে দুই পাইলটই বিমানে আগুন ধরার আগেই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সমর্থ হন ৷ তাঁরা সামান্য আঘাত পেয়েছেন বলে পুলিশের আরেক আধিকারিক জানিয়েছেন ৷ তাঁদের এইচএএল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বিমানটি ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায় ৷ পরে দমকল গিয়ে বিমানের আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিমানের অংশগুলো বর্তমানে দুর্ঘটনাস্থলের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে রয়েছে । ভারতীয় বায়ুসেনা, এইচএএল সিরিওরিটি এবং এইচএএল প্রযুক্তিগত শাখার বিশেষজ্ঞের দল ঘটনাস্থল পরিদর্শন করেন । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷





Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version