Saturday, November 15, 2025

ভেঙে পড়ল বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা ২ পাইলটের

Date:

ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। মঙ্গলবার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল গণনা নিয়ে যখন টানটান উত্তেজনা দেশবাসীর মধ্যে তখন মহারাষ্ট্রের নাসিকের কাছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেল। নাসিক রেঞ্জের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল জানান, সুখোই Su-30MKI বিমানটি আচমকাই ভেঙে পড়ে। যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান পাইলট এবং সহকারী পাইলট। সুরক্ষিত রয়েছেন দুজনেই। মাটিতে ভেঙে পড়া মাত্রই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে যুদ্ধবিমানে।

জানা গিয়েছে, শিরসগাঁও গ্রামের কাছে একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে ৷ যুদ্ধবিমানটি উইং কমান্ডার বকিল এবং তাঁর সেকেন্ড ইন কমান্ড বিশ্বাস ওড়াচ্ছিলেন ৷ মঙ্গলবার দুপুর ১টা ২০ নাগাদ নিফাদ তহসিলের শিরসগাঁও গ্রামের একটি খামারে বিমানটি ভেঙে পড়ে ৷ বিমানের নিয়ন্ত্রণ হারিয়েছে বুঝতে পেরে প্যারাশ্যুট নিয়ে বিমান থেকে ঝাঁপ দেন পাইলট ও সহ-পাইলট ৷ যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যাওয়ায় বড়সড় ক্ষতি হতে পারত ৷ তবে দুই পাইলটই বিমানে আগুন ধরার আগেই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সমর্থ হন ৷ তাঁরা সামান্য আঘাত পেয়েছেন বলে পুলিশের আরেক আধিকারিক জানিয়েছেন ৷ তাঁদের এইচএএল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বিমানটি ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায় ৷ পরে দমকল গিয়ে বিমানের আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিমানের অংশগুলো বর্তমানে দুর্ঘটনাস্থলের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে রয়েছে । ভারতীয় বায়ুসেনা, এইচএএল সিরিওরিটি এবং এইচএএল প্রযুক্তিগত শাখার বিশেষজ্ঞের দল ঘটনাস্থল পরিদর্শন করেন । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷





Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version