Wednesday, November 12, 2025

অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যে বিপুল সবুজ ঝড়। অন্যদিকে টানা ১০ বছর ক্ষমতায় থেকেও দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। রাজ্যের চার হেভিওয়েট কেন্দ্র তথা বীরভূম, মেদিনীপুর, যাদবপুর এবং হুগলিতে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছিলেন বাংলার চার অভিনেত্রী। ফলাফল ঘোষণা হতেই দেখা গেল এই চার হেভিওয়েট কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছেন চার অভিনেত্রী।

হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছিল দল। যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছিল সায়নী ঘোষকে। অন্যদিকে বীরভূম এবং মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অভিনেত্রী শতাব্দী রায় ও জুন মালিয়াকে। এই চার অভিনেত্রী বিপুল ভোটে জয়লাভ করে এবার দিল্লি যাচ্ছেন।

বীরভূম আসন থেকে তৃণমূল কংগ্রেসের তিনবারের সংসদ সদস্য অভিনেত্রী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে পরাজিত করে চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন। দীর্ঘদিন বীরভূমের সাংসদ হওয়ায় এই কেন্দ্র তাঁর হাতের তালুর মতো চেনা।

মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অভিনেত্রী জুন মালিয়াকে। তার বিপরীতে ছিলেন বিজেপির বিধানসভা সদস্য ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। আসানসোলের এই প্রাক্তন সাংসদকে পরাজিত করে এবার দিল্লি যাচ্ছেন জুন।

হুগলি কেন্দ্রে ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন, বিপরীতে ছিলেন বিদায়ী সংসদ সদস্য বিজেপির লকেট চট্টোপাধ্যায়। পরিণত এই রাজনীতিবিদকে তুড়ি মেরে হারিয়ে দিয়ে হুগলির নতুন সংসদ হলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

অন্যতম হেভিওয়েট কেন্দ্র যাদবপুরে তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছিল দল। সেখানেও সবুজ ঝড় ওড়ালেন সায়নী। যাদবপুরে তৃণমূল কংগ্রেস অভিনেত্রী সায়নী ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তাত্ত্বিক নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে এবার দিল্লির সংসদ সদস্য হলেন।

আরও পড়ুন- উপনির্বাচনেও শেষ হাসি তৃণমূলের! ভগবানগোলায় রেকর্ড ব্যবধানে জয়ী রিয়াদ, বরাহনগরে শেষ হাসি সায়ন্তিকার

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version