উপনির্বাচনেও শেষ হাসি তৃণমূলের! ভগবানগোলায় রেকর্ড ব্যবধানে জয়ী রিয়াদ, বরাহনগরে শেষ হাসি সায়ন্তিকার

0
2

মঙ্গলবার গোটা দেশে ভোটগণনা চলছে। দেশের পাশাপাশি বাংলার ৪২ আসনে সকাল থেকেই নজর ছিল সবার। তবে শুধু ৪২ লোকসভা আসন বললে ভুল হবে, এদিন রাজ্যের দুই বিধানসভা আসনে উপনির্বাচনের ফলও প্রকাশিত হয়েছে। সেখানেও দেখা যাচ্ছে তৃণমূলের জয়জয়কার। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরাহনগরে (Barahanagar) ১ জুন ও মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানগোলা বিধানসভায় গত ৭ মে ভোটাভুটি হয়। এদিন ফলাফল প্রকাশের পর দেখা যায় দুই বিধানসভা আসনেই বিপুল ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও রিয়াদ হোসেন সরকার (Riyad Hossiain Sarkar)। এদিন ফলাফল প্রকাশের পরই দেখা যায় বাংলাজুড়ে অব্যহত সবুজ ঝড়। শেষ পাওয়া খবরে ৪২ লোকসভা আসনে তৃণমূল জয়ী হয়েছে ২৯ আসনে, বিজেপির ঝুলিতে এসেছে মাত্র ১২ আসন এবং বিরোধীদের হাতে এবং একটি আসন পেয়েছে কংগ্রেস।

দমদম লোকসভার বরাহনগর বিধানসভার তৃণমূল বিধায়ক ছিলেন তাপস রায়। সম্প্রতি তিনি পাল্টি খেয়ে বিজেপির টিকিটে কলকাতা উত্তরের প্রার্থী হন। এরপরেই বরাহনগর আসনটি ফাঁকা হয়ে যাওয়ায় গত ১ জুন এই আসনে উপনির্বাচন হয়। মঙ্গলবার এই আসনে সহজ জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শংসাপত্র পেয়ে গিয়েছেন তিনি। গাল ভরে গিয়েছে সবুজ আবিরে। ফলাফলের বিচারে তৃণমূলের পরেই রয়েছে বিজেপি এবং তারওপরে রয়েছেন সিপিএম প্রার্থী। ৮০০৮ ভোটে নিকটবর্তী বিজেপি প্রার্থীকে হারিয়ে তিনি জয়ী হয়েছেন। তবে এদিন ভোট গণনা শুরু থেকেই বেশ উচ্ছ্বসিত ছিলেন সায়ন্তিকা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রথম থেকে পিছিয়ে থাকা ভাল। সবাই নয়তো হতাশ হয়ে যাবে। প্রথমে একটু সবাই আনন্দ পাক, শেষে আমরা সব নিয়ে চলে যাব।’ তবে বেলা যত গড়িয়েছে, ফল তৃণমূল প্রার্থী পক্ষে গিয়েছে। ছয় রাউন্ড গণনার পর এগিয়ে যান অভিনেত্রী।

অন্যদিকে, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রিয়াদ হোসেন সরকার জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১৮টি ভোট। এই ভগবানগোলা আসনটি ছিল বিধায়ক ইদ্রিশ আলির। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হন। এরপরই ভগবানগোলা বিধানসভা আসনে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। সেকারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়। আর সেখানেও বিজেপি-সহ বিরোধীদের হারিয়ে জয়ের হাসি হাসল তৃণমূল কংগ্রেস। তবে শেষ পাওয়া খবর, নিকটবর্তী কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগমকে তৃণমূল প্রার্থী ১৫ হাজার ৬৭০ ভোটে হারিয়ে দেন। কংগ্রেস প্রার্থীর ঝুলিতে ভোট পড়েছে ৯১ হাজার ৭০৩টি। অন্যদিকে, বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী ভাস্কর সরকার পেয়েছেন মাত্র ১৭ হাজার ২৬৫ ভোট।