Sunday, November 2, 2025

ফলাফল প্রকাশ হতেই ফুটো মোদির গ্যাস বেলুন! NDA-র ঘাড়ে নিঃশ্বাস INDIA-র

Date:

বুথফেরত সমীক্ষায় (Exit Poll) আভাস মিলেছিল চলতি বছরেও বিশাল ব্যবধানে জয়ের পথে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি তথা এনডিএ (NDA)। কিন্তু মঙ্গলবার সকাল সকাল ফলাফল প্রকাশ হতেই দেখা গেল একেবারে চুপসে গিয়েছে মোদির ভাঁওতাবাজির গ্যাসবেলুন। ফলাফলের ট্রেন্ডে চোখ রাখলে দেখা যাচ্ছে একেবারে এনডিএ-র ঘাড়ে নিঃশ্বাস ফেলছে INDIA। শেষ পাওয়া খবর অনুযায়ী এনডিএ জোট বর্তমানে এগিয়ে রয়েছে ২৯৪ আসনে, INDIA এগিয়ে রয়েছে ২২৮ আসনে এবং অনান্যরা এগিয়ে রয়েছে ২১ আসনে। তবে লোকসভা ভোটের শুরুর আগে এবং ভোট পরবর্তী সময়েও মোদি-সহ কেন্দ্রের প্রথম সারির নেতাদের সমস্ত মিথ্যা অভিযোগ, অপপ্রচারের রীতিমতো যোগ্য জবাব দিলেন দেশবাসী। নির্বাচনী প্রচারে একাধিক বিরোধী রাজ্যে গিয়ে হিংসা ও মিথ্যাচারের অভিযোগ উঠেছে মোদি-শাহ সহ একাধিক ডবল ইঞ্জিন নেতাদের বিরুদ্ধে। তবে সব কা বিকাশের আশ্বাস দিলেও দেশবাসী যে মোদির ভাঁওতাবাজিতে আর বিশ্বাস করেন না তা দিনের আলোর মতো পরিষ্কার। দেশের বিভিন্ন প্রান্তে চোখ রাখলে দেখা যাচ্ছে বিজেপি তথা এনডিএ-র অনেক গড়ই INDIA-র দখলে আসতে চলেছে।

এদিকে বিরোধী জোটের পক্ষে ধীরে ধীরে পাল্লা ভারী হতেই মঙ্গলবার সকাল থেকে একে অপরকে শুভেচ্ছা জানান হেভিওয়েটরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোনে শুভেচ্ছার ঝড়। শোনা যাচ্ছে ফলাফলের ট্রেন্ড স্পষ্ট হতেই মঙ্গলবার বিকেলে বা বুধবার সকালেই দিল্লিতে কংগ্রেস সভাপতির বাড়িতেই বৈঠকে বসতে পারেন INDIA-র প্রতিনিধিরা। আর সেই বৈঠকে মূলত পরবর্তী কৌশল নির্ধারিত হবে বলে খবর। তবে প্রথম থেকেই একাধিক বুথফেরত সমীক্ষার দাবি উড়িয়ে দিয়েছেন বিরোধীরা। সে মমতা বন্দ্যোপাধ্যায় হোন বা রাহুল ও সোনিয়া গান্ধী প্রথম থেকেই দাবি জানিয়েছেন এই সব সমীক্ষার ফল পুরোপুরি উল্টে যাবে। মঙ্গলবার সকালে ভোটের ফলাফল প্রকাশ হতেই বিরোধীদের সেই দাবিই প্রাধান্য পাচ্ছে। সূত্রের খবর, এদিন বাংলাতেও তৃণমূল কংগ্রেসের জয়জয়কার প্রকাশ্যে আসার পরই মমতাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। তবে মমতা কী করবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

তবে এদিন ভোটের ফলাফল প্রকাশ হতেই ঘর গোছাতে নেমে পড়েছে বিরোধী শিবির। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এবার বিহার নিজেদের দখলে রাখতে একদা সঙ্গী নীতীশ কুমারের সঙ্গেও যোগাযোগ ইতিমধ্যে শুরু করেছে বিরোধী জোট। একসময় INDIA জোটের বেশ উজ্জ্বল মুখ ছিলেন নীতীশ। কিন্তু পরে পাল্টি খেয়ে এনডিএ শিবিরে যোগ গিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর পদ পাকা করেন। পাশাপাশি জানা যাচ্ছে তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও কথা বলে তাঁদের পায়ের তলার জমি শক্ত করতে এবার উঠে পড়ে লাগল INDIA জোট।

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version