আগামিকাল টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে আয়ারল্যান্ড। আর এই ম্যাচের আগে ভারতীয় সমর্থকদের একটাই প্রশ্ন টিম ইন্ডিয়ার হয়ে কে ওপেন করবেন? যদিও ম্যাচের আগে এই নিয়ে মুখ খুললেন না টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার ওপেনার নিয়ে ধোঁয়াশা রাখলেন তিনি।

এই নিয়ে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, “ আমাদের কাছে বিকল্প রয়েছে। এখনই হাতের তাস ফেলছি না। আমাদের মাথায় নিশ্চয়ই কিছু পরিকল্পনা রয়েছে। সব রকম বিকল্পই আমরা তৈরি রাখছি। পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী সিদ্ধান্ত নেব যে তিন জনের মধ্যে কোন দু’জন ওপেন করতে নামবে।“

চলতি বছর টি-২০ বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। এই টুর্নামেন্টে পিচ নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই নিয়ে দ্রাবিড় কোনও মন্তব্য করতে চাননি। এই নিয়ে তিনি বলেন, “আমরা তিনদিন অনুশীলন করেছি। তৃতীয় দিন পিচ অনেকটা ভাল ছিল। তাই এখনই এই পিচ খারাপ না ভাল সেটা বলব না। যে পরিস্থিতিই হোক না কেন, তার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। অজুহাত দিয়ে কিছু হবে না।”

আরও পড়ুন- জল্পনার অবসান ঘটিয়ে রিয়ালে এমবাপে, যোগ দিয়ে কী বললেন ফ্রান্সের তারকা ফুটবলার?
