আজ ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লি যাচ্ছেন বাংলার ‘ডায়মন্ড’ সাংসদ অভিষেক

লোকসভা নির্বাচনে ভাল ফল করার পর এবার ইন্ডিয়া জোটের (INDIA Allience) পরবর্তী রণকৌশল ঠিক করার পালা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মঙ্গলবার জানিয়ে দিয়েছিলেন যে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে সব ধরনের সহযোগিতা করবেন। আজ সেই জোটের বৈঠকে বাংলার তরফে উপস্থিত থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন দুপুর ১টা নাগাদ কলকাতা থেকে রওনা দেবেন ডায়মন্ড হারবারের বিজয়ী সাংসদ।

বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেসের পুরনো ‘বন্ধু’ চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি এবং নীতীশ কুমারের দল জেডিইউ (JDU) কী করবে তা নিয়ে আলোচনা চলছে। কারণ এই দুই দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীতে সরকার গঠনের ক্ষেত্রে।এক দশক পরে আবার একদলীয় শাসনে ইতি টানল দেশ। হিসেব-নিকেশ শুরু করে দিয়েছে ইন্ডিয়া। নির্বাচনে আশানুরূপ ফল করার পর মঙ্গলবার বিকেলে রাহুল গান্ধী জানিয়েছেন যে বুধবার জোটের অন্যান্য শরিকদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। বাংলায় ২৯ আসন পাওয়ার পর তৃণমূল সুপ্রিমো তাঁর দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আজ ব্যস্ততার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে না থাকতে পারলেও অভিষেক যাচ্ছেন। দেশের নিরিখে সাত লক্ষের বেশি ভোট পেয়ে রেকর্ড করেছেন তিনি। তাই জাতীয় রাজনীতিতে আরও একবার অভিষেকের দক্ষতা প্রমাণিত। রাজনৈতিক মহলের একাংশ বলছে যেভাবে দিল্লিতে মোদি বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছিলেন অভিষেক, তাতে জোটের বৈঠকে নিজের দলের স্ট্যান্ড পয়েন্ট অবশ্যই তুলে ধরতে চাইবেন ডায়মন্ড হারবারের সাংসদ। মোদি নাকি অন্য কেউ, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন কে তার আভাস মিলতে পারে আজই।