Saturday, November 15, 2025

বিরাটের(Virat Kohli) চওড়া ব্যাট এবং হেজেলউডের(Josh Hazlewood) দুরন্ত বোলিংয়ে ভর করে জয়ের ধারা অব্যাহত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধে ১১ রানে জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। মাত্র ৩৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা জশ হেজেলউড। এই জয়ের সঙ্গেই ঘরের মাঠে হারের শাপমোচন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আরসিবি।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অদিনায়ক সঞ্জু স্যামসন(Sanju Samson)। ঘরের মাঠে সল্ট ব্যর্থ হলেও বিরাট কোহলির(Virat Kohli) ব্যাটে এদিনও ছিল রানের ধারা। দেবদূত পাড়িক্কলের সঙ্গে ৯৫ রানের পার্টনারশিপ করেন তিনি। বিরাট কোহলির ৪২ বলে ৭০ রানের ইনিংসটা সাজানো ৮টি চার ও দুটো ওভার বাউন্ডারি দিয়ে। সঙ্গে যোগ্য সঙ্গত দেবদূত পাড়িক্কলেরও(Devdut Padikkal)। তিনি করেন ২৭ বলে ৫০ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) করে ২০৫ রান।

জবাবে ব্যাটিং করতে নেমে রাজস্থান শুরুটা ভালভাবে করলেও, জশ হেজেলউডের গুরুত্বপূর্ণ সময় উইকেট গুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিধ্বংসী মেজাজে থাকা যশস্বী জয়সওয়ালকে ৪৯ রানে থামিয়ে দেন তিনি। বড় ইনিংসের পথে এগোতে থাকা ধ্রুব জুরেলকেও ৪৯ রানে থামান হেজেলউডই। শিমরণ হেটমায়ারও তাঁরই শিকার। লড়াই করার চেষ্টা করলেও শেষপর্যন্ত ১৯৪ রানেই থামতে হয় রাজস্থান রয়্যালসকে।

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version