Wednesday, November 12, 2025

NDA-র সরকার গড়া নিয়ে সংশয় আছে: দিল্লি যাওয়ার আগে বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশনের মাধ্যমে বিরোধীদের কোণঠাসা করতে চেয়েছিল বিজেপি। জনগণ তাদের রায় জানিয়েছেন। NDA-র সরকার গড়তে পারবে কি না তা নিয়ে সংশয় আছে। বুধবার, দিল্লির বৈঠকে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপির (BJP) ভবিষ্যবাণী উল্টো হয়েছে। যা তারা নিজেদের দলের জন্য বলেছিল, সেটা তৃণমূলের পক্ষে হয়েছে। এভাবেই তারা পূর্বানুমান করতে থাকুক। অযোধ্যায় বিজেপির হার নিয়ে অভিষেক বলেন, প্রভু রাম আয়ে, তো ইনসাফ আয়া।মঙ্গলবার, জয়ের পরেই তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, বুধবার, INDIA-র বৈঠকে যোগ দিতে যাবেন অভিষেক। সেই মতো এদিন রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আগে কলকাতা বিমানবন্দরে তিনি জানান, গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ। সেই রায়ে তারা জানিয়েছেন, বিজেপি বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশনের মাধ্যমে বিরোধীদের কোণঠাসা করতে চেয়েছিল। বাংলায় এসে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল। মানুষ ভালো ভাবে নেয়নি।

বৈঠক নিয়ে অভিষেক (Abhishek Banerjee) জানান, NDA-র সরকার গড়তে পারবে কি না তা নিয়ে সংশয় আছে। তবে, সারাদেশ থেকে বিভিন্ন দলের নেতারা আসছেন। তাঁদের সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এরপরেই বিজেপি তীব্র কটাক্ষ বলেন, “যত আসনের কথা নিজেদের জন্য বলে, সেই আসন তৃণমূল পায়। ওরা ২১-এ বলেছিল ২০০ পার, তৃণমূল দুশোর বেশি আসন পেয়েছিল। এবার বলেছিল ৩০টা আসন পাবে, তৃণমূল ২৯টা আসন পেয়েছে। আমি বিজেপিকে বলব, এরকম প্রেডিকশন করতে থাকুন।“

অযোধ্যাতেও জেতেনি বিজেপি। এই প্রসঙ্গে অভিষেক মোক্ষম খোঁচা দিয়ে বলেন, রামমন্দিরকে হাতিয়ার করেও ভোটে জিততে পারেনি বিজেপি। একটাই কথা বলা যায়, “প্রভু রাম আয়ে, তো ইনসাফ আয়া।“







Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version