বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশনের মাধ্যমে বিরোধীদের কোণঠাসা করতে চেয়েছিল বিজেপি। জনগণ তাদের রায় জানিয়েছেন। NDA-র সরকার গড়তে পারবে কি না তা নিয়ে সংশয় আছে। বুধবার, দিল্লির বৈঠকে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপির (BJP) ভবিষ্যবাণী উল্টো হয়েছে। যা তারা নিজেদের দলের জন্য বলেছিল, সেটা তৃণমূলের পক্ষে হয়েছে। এভাবেই তারা পূর্বানুমান করতে থাকুক। অযোধ্যায় বিজেপির হার নিয়ে অভিষেক বলেন, প্রভু রাম আয়ে, তো ইনসাফ আয়া।
বৈঠক নিয়ে অভিষেক (Abhishek Banerjee) জানান, NDA-র সরকার গড়তে পারবে কি না তা নিয়ে সংশয় আছে। তবে, সারাদেশ থেকে বিভিন্ন দলের নেতারা আসছেন। তাঁদের সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এরপরেই বিজেপি তীব্র কটাক্ষ বলেন, “যত আসনের কথা নিজেদের জন্য বলে, সেই আসন তৃণমূল পায়। ওরা ২১-এ বলেছিল ২০০ পার, তৃণমূল দুশোর বেশি আসন পেয়েছিল। এবার বলেছিল ৩০টা আসন পাবে, তৃণমূল ২৯টা আসন পেয়েছে। আমি বিজেপিকে বলব, এরকম প্রেডিকশন করতে থাকুন।“
অযোধ্যাতেও জেতেনি বিজেপি। এই প্রসঙ্গে অভিষেক মোক্ষম খোঁচা দিয়ে বলেন, রামমন্দিরকে হাতিয়ার করেও ভোটে জিততে পারেনি বিজেপি। একটাই কথা বলা যায়, “প্রভু রাম আয়ে, তো ইনসাফ আয়া।“
