বিজেপির ভরাডুবি। বাংলায় ৩০ আসন দূর, তার অর্ধেক আসনও পায়নি গেরুয়া শিবির। পরাজিত হয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে বিজেপির একাংশ। তাদের অভিযোগ, দলবদলু শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) অঙ্গুলিহেলনেই কেন্দ্র বদল করা হয়েছে দিলীপের। আর তাতেই বিপর্যয়।
বিরোধী দলনেতার কুকথা, আকাশ ছোঁয়া ঔদ্ধত্যে বিজেপির প্রতিই বিরক্ত বাংলার মানুষ। তারই প্রতিফলন পড়েছে ইভিএমে। বিধানসভার অধিবেশনে অধিকাংশ দিনই বাইরে থেকে বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দু। এলাকার কথা পৌঁছননি বিধানসভায়, দলের বার্তাও দেননি সেখানে- অভিযোগ বিজেপি একাংশের। সেই কারণেই এবার দিলীপকে বিধানসভার বিরোধী দলনেতা চাইছে তারা। মেদিনীপুর থেকে জয়ী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। তিনি ছিলেন বিধায়ক। সুতরাং সেই আসনে উপনির্বাচন হবে। সেক্ষেত্রে সেই কেন্দ্রে দিলীপকে প্রার্থী করুক গেরুয়া শিবির। জয়ী হলে তাঁকেই করা হোক বিধানসভার বিরোধী দলনেতা-চাইছে পদ্মষশিবিরের একাংশ।