Friday, November 14, 2025

বৃহস্পতিবার রাত ১২টা থেকে বন্ধ থাকবে শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রী ভোগান্তির আশঙ্কা

Date:

আগামিকাল, বৃহস্পতিবার রাত ১২টা থেকে বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম৷ বুধবার এমনই জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম ৷ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকেই শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে ৷ আগামিকাল থেকে তার চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হবে ৷ রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুন রবিবার দুপুর ২টো পর্যন্ত এই কাজ চলার কথা ৷ ফলে কাজ শেষ হওয়ার আগে ওই প্ল্যাটফর্মগুলি থেকে কোনও ট্রেন যাতায়াত করতে পারবে না ৷
এর ফলে প্রায় ১৪৭টি লোকাল ট্রেনের যাত্রাপথ দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত সংক্ষিপ্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ ফলে ওই দুটি স্টেশন থেকেই এই ট্রেনগুলি ছাড়বে ৷

ইতিমধ্যেই সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নির্মাণ কাজ শেষ হয়েছে৷ এবার ওই সম্প্রসারিত অংশ বরাবর রেললাইনের বৈদ্যুতিকরণ, ইন্টারলকিং ব্যবস্থার কাজ শুরু হবে ৷ শিয়ালদহের ডিআরএম জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদেহ সব প্ল্যাটফর্ম থেকে ১২ বগির ট্রেন ছাড়তে পারবে ৷ যাত্রীদের ভোগান্তি কমাতে দমদম স্টেশন থেকে কলকাতার দিকে অতিরিক্ত বাস চালানোর জন্য রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে রেলের পক্ষ থেকে ৷

এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় একেবারে স্বাভাবিক পরিষেবা থাকলেও মেইন এবং নর্থ শাখাতে ট্রেনের সময়সূচি কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে ট্রেনের সংখ্যা সামান্য কমলেও যেকটি ট্রেন চলবে সব ১২ কামরা ট্রেন চলবে যাত্রীদের অসুবিধা কমাতে। চারটি দূরপাল্লার ট্রেন এই কদিন শিয়ালদহ স্টেশনের বদলে কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে। বেশ কিছু ট্রেন দমদম স্টেশন দিয়ে যাতায়াত করবে। রাজ্যকে দমদম থেকে মেট্রোকেও বাড়তি মেট্রো চালানোর আর্জি পূর্ব রেলের। শিয়ালদহ স্টেশনের মোট প্ল্যাটফর্ম ২১ টি। এর মধ্যে বাকি ১৬ টি প্ল্যাটফর্ম দিয়ে যথাসম্ভব যাত্রী পরিষেবা স্বাভাবিক রেখে রেল এই কাজ করবে বলে জানান শিয়ালদহ শাখার ডি আর এম দীপক নিগম।





Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version