Thursday, August 21, 2025

লোকসভা নির্বাচনের ফলাফলেই যে শেষ হয়ে যায়নি লড়াই, নির্বাচনী প্রচারের সময় সে কথা বারবার উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নির্বাচিত সাংসদরা সংসদে গিয়ে কোন পথে এগোবেন, দলের পক্ষ থেকেই বা কোন ক্ষেত্রে কোন অবস্থান নেওয়া হবে, নবনির্বাচিত সাংসদদের সেই নিয়ে পাঠ দিতে শনিবার নিজের বাসভবনে বৈঠক ডাকলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৯-এর লোকসভা নির্বাচনে ২২টি আসন থেকে বেড়ে তৃণমূল এবার ২৯টি আসন জিতেছে। রাজ্যে থেকে যে ২৯ প্রতিনিধি লোকসভায় প্রতিনিধিত্ব করবেন তাঁদের মধ্যে একঝাঁক নতুন মুখ। রাজ্যের মানুষের জন্য কোন পথে তাঁরা বক্তব্য পেশ করবেন, তা নিয়ে স্পষ্ট রূপরেখা দিতে পারেন তৃণমূল নেত্রীই। শনিবার, ৮ জুন তাই এক ছাদের তলায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সব নির্বাচিত সাংসদ। নির্বাচনে জয়ের পরেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল। তবে I.N.D.I.A. জোটের বৈঠকে যোগ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে যাওয়ায় শনিবার বৈঠকের আয়োজন করা হয়।

২৯ জন নির্বাচিত সাংসদের মধ্যে পার্থ ভৌমিক রাজ্যের মন্ত্রী। ব্যারাকপুর কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন মন্ত্রী হিসাবে পার্থ ভৌমিককে আর পাবে না বাংলা। ফলাফলের পরে পার্থ ভৌমিকের জয়ে প্রমাণিত হল মমতা কতটা সঠিক ছিলেন। সেই সঙ্গে উত্তর থেকে দক্ষিণে জয়ী হয়েছেন একাধিক বিধায়ক, যার মধ্যে রয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, হাজী নুরুল ইসলাম, অরূপ চক্রবর্তী থেকে জুন মালিয়া। যারা এতদিন বিধায়ক হিসাবে রাজ্যে মানুষের প্রতিনিধিত্ব করতেন, তাঁরা দেশের মঞ্চে কীভাবে প্রতিনিধিত্ব করবেন, তা নিয়েও নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version