Thursday, August 28, 2025

ভোট মিটতেই এলাকা দখলকে কেন্দ্র করে দুই দলের মধ্য সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর।এমনকী চলল বেপরোয়া গুলি। স্থানীয়রা এমনই জানিয়েছেন। খড়দহের টিটাগড় ডোমপট্টি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা জানিয়েছেন, ব্যারাকপুর লোকসভায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের জয় উপলক্ষে এলাকায় বিজয় উৎসবের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানের বাইরে কালু ও রামু গোষ্ঠীর এক যুবককে মারধরের অভিযোগ ওঠে অর্জুন ভাসফর গোষ্ঠীর বিরুদ্ধে। এই খবর পাওয়া মাত্রই রামু ও কালুর গোষ্ঠীর দলবল সেখানে উপস্থিত হয়। তারপর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ ধস্তাধস্তি- সংঘর্ষ চলাকালীন চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় খড়দহ ও টিটাগড় থানার পুলিশ। উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পরিস্থিতি থমথমে। ফের যাতে ঝামেলা না হয়, সেই কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। তবে ভোট পরবর্তী সন্ত্রাস বলে এটা মানতে রাজি নন পার্থ ভৌমিক। তিনি বলেছেন,২০১৯ আর ২০২৪ এর মধ্যে কি কোনও পার্থক্য দেখতে পাচ্ছেন না। গোটা বারাকপুর জুড়ে তিনটে ঘটনা ঘটেছে। মাদ্রালের ৩৩ নম্বর ওয়ার্ড, বারাকপুরের ২৪ নম্বর ওয়ার্ড আর ভাটপাড়ার মোমিনপাড়ায় অশান্তি হয়েছে। এগুলে বিক্ষিপ্ত ঘটনা।





Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version