Wednesday, August 27, 2025

বিশে ‘লক্ষ্যভেদ’! পাঞ্জাবে একক দক্ষতায় ‘কিস্তিমাত’ ইন্দিরা গান্ধীর খুনির ছেলের

Date:

১৯৮৪ সালের ৩১ অক্টোবর। নিজের বাসভবনে দুই দেহরক্ষীর গুলিতে মৃত্যু হয়েছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi)। সেই দুই দেহরক্ষীর অন্যতম বিয়ন্ত সিংয়ের (Biyant Singh) পুত্র সর্বজিৎ সিং খালসা (Sarbjit Singh Khalsa) এবার নির্দল প্রার্থী হয়েছিলেন পাঞ্জাবের (Punjab) ফরিদকোট কেন্দ্র থেকে। তাঁর বাবা বেয়ন্ত সিং, যাঁর নাম ইন্দিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ফরিদকোটে কংগ্রেস এবং আপ প্রার্থীকে হারিয়ে দিয়েছেন ৭০ হাজারেরও বেশি ভোটে।

ইন্দিরা গান্ধীর খুনি সেই দুই শিখ দেহরক্ষীর মধ্যে বেয়ন্তের ছেলে সর্বজিৎ এবার জাতীয় রাজনীতিতে বহুল সমালোচিত। লোকসভায় নিজের ক্যারিশ্মায় জেতা প্রার্থী এখন রীতিমতো সংবাদ শিরোনামে। পাঞ্জাবে এবার দু’টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। সর্বজিৎ ছাড়া খাদুর সাহিব আসন থেকে জয় পেয়েছেন বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি নেতা অমৃতপাল সিং। যিনি বর্তমানে জেলবন্দি। তবে এই প্রথম নয়, আগেও একাধিক বার ভোটে লড়েছেন সর্বজিৎ। যদিও জয় পেলেন এই প্রথম। ২০০৪ সালে প্রথম ভাতিণ্ডা থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন সর্বজিৎ। লক্ষাধিক ভোট পেলেও পরাজিত হন। এরপর ২০০৭ সালে বিধানসভা নির্বাচনেও প্রার্থী হন। পরে ২০০৯ সালে আবার ভাতিণ্ডা এবং ২০১৪ সালে ফতেগড় সাহিব লোকসভা কেন্দ্রের প্রার্থী হন তিনি। ২০২৪-এ এসে অবশেষে লোকসভার দরজা খুলে গেল তাঁর কাছে।

১৯৮৪ সালের ৩১ অক্টোবর দিল্লিতে নিজের বাড়িতে ইন্দিরা গান্ধীকে গুলি করে মারেন তাঁর দুই দেহরক্ষী— বিয়ন্ত সিং এবং সৎবন্ত সিং। ৩১ রাউন্ড গুলি চালানো হয়েছিল তাঁর উপর।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version