Sunday, August 24, 2025

মোদির মেরুকরণের রাজনীতি, BJP-NDAতে নেই কোনও সংখ্যালঘু সাংসদ!

Date:

Share post:

হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে ধর্মীয় মেরুকরণে ব্যস্ত বিজেপিকে বর্জন করেছেন সাধারণ মানুষ। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াও শরিক দলের উপর ভরসা করতে হচ্ছে মোদিকে (Narendra Modi)। এই লোকসভা নির্বাচনে কট্টর হিন্দুত্বকে হাতিয়ার করেই ঝাঁপিয়েছিল পদ্ম শিবির। এবার ফলাফল প্রকাশের পর যে পরিসংখ্যান সামনে এসেছে সেখানে দেখা গেছে বিজেপি (BJP)তো নয়ই এমনকি এনডিএ-তেও কোনও সংখ্যালঘু সাংসদ নেই! শুধু যে মুসলিম নেই তা নয় বৌদ্ধ বা খ্রিষ্টান সাংসদও নেই NDA নেতৃত্বাধীন জোটে।

এবারে NDA-কে টক্কর দিয়েছে ইন্ডিয়া জোট (I.N.D.I.A)। চূর্ণ হয়েছে মোদির দম্ভ। ইন্ডিয়া জোটে শুধুই যে বিজেপি বিরোধিতা করা হয়েছে তা নয় পাশাপাশি ধর্মনিরপেক্ষতার বার্তাও দেওয়া হয়েছে। ইন্ডিয়াতে উচ্চ সম্প্রদায় থেকে সাংসদ হয়েছেন মাত্র ১২.৪ শতাংশ। ইন্টারমিডিয়েট কাস্ট ও ওবিসি (যাদব, কুরমি) থেকে সাংসদ হয়েছেন ৪২.৬ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতি থেকে সাংসদ হয়েছে যথাক্রমে ১৭.৮ শতাংশ ও ৯.৯ শতাংশ। এছাড়া মুসলিম সাংসদ ৭.৯ শতাংশ, খ্রিষ্টান ৩.৫, শিখ ৫ ও অন্যান্য কমিউনিটি থেকে ১ শতাংশ সাংসদ দেখা যাচ্ছে।

সেখানে ভারতীয় জনতা পার্টি এবং বিজেপির তরফে ১৪.৭ শতাংশ ব্রাহ্মণ সাংসদ জয়ী হয়েছেন। রাজপুত ও অন্যান্যদের মিলিয়ে এনডিএতে এবার ৩৩.২ শতাংশ সাংসদ উচ্চ সম্প্রদায়ভুক্ত। এছাড়া ওবিসি ও ইন্টারমিডিয়েট কাস্টের থেকে সাংসদ হয়েছেন ৪১.৯ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতি মিলিয়ে ১৩.৩ এবং ১০.৮ শতাংশ সম্প্রদায় রয়েছে। এনডিএ’র শরিক দলগুলি থেকে এবার মাত্র ০.৯ শতাংশ মুসলিম, ০.২ শতাংশ খ্রিষ্টানকে প্রার্থী করা হয়েছিল। শিখ ও বৌদ্ধ সম্প্রদায়ের ০.২ ও ০.৪ শতাংশ প্রার্থী হলেও কেউই জয়ী হতে পারেননি। তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মানিকাম ঠাকুর এই পরিসংখ্যান তুলে লেখেন, ‘প্রকৃত গণতন্ত্রকে চালিয়ে নিয়ে যেতে ধর্মীয় বৈচিত্রের প্রতিনিধিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ‘আঙ্কেলজি’তা হতে দেবেন না।’ অনেকেই বলছেন এনডিএ’র অন্যান্য শরিকদলগুলি যে সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী দেয়নি তা কিন্তু নয় সবটাই হয়েছে বিজেপির উগ্র হিন্দুত্ববাদের জেরে সংখ্যালঘু প্রার্থীদের এই হাল।

 

spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...