Tuesday, November 18, 2025

মানহানির মামলায় রাহুল গান্ধীর জামিন মঞ্জুর বেঙ্গালুরুর বিশেষ আদালতে

Date:

এবার আদালত থেকে স্বস্তির খবর পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একটি বিজ্ঞাপনে আপত্তি জানিয়ে মানহানির মামলা দায়ের করেছিলেন বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ।শুক্রবার এই মামলার শুনানিতে আদালতে হাজিরা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মানহানির মামলায় এদিন রাহুল গান্ধীর জামিন মঞ্জুর করে বেঙ্গালুরুর বিশেষ আদালত। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে জামিন পান রাহুল গান্ধী।
এই মানহানির মামলা দায়ের করা হয়েছিল কেন? ২০২৩ সালের মে মাসে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে রাহুল অভিযোগ করেন, সরকারি কাজের জন্য নাকি সেই সময় ক্ষমতায় থাকা বিজেপি সরকার ৪০ শতাংশ হারে কমিশন নিত।বাসবরাজ বোম্বাইয়ের সরকারকে ৪০ শতাংশের সরকার বলেও কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। এমনকি একটি সংবাদপত্রে এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞাপনও দেওয়া হয় বলে অভিযোগ। কংগ্রেস নেতার এই দাবির বিরুদ্ধেই আদালতে যান কর্ণাটকের বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ।ওই মামলাতেই শুক্রবার রাহুলকে বেঙ্গালুরুর বিশেষ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। রাহুলকে জামিন দেয় কর্ণাটকের ওই নিম্ন আদালত।
রাহুল গান্ধীর পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধেও মামলা দায়ের করেছিল বিজেপি। তবে ওই দুই নেতা অতিরিক্ত প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিয়েছিলেন গত ১ জুন। সেদিনই মামলায় জামিন মঞ্জুর করা হয়।প্রায় দশ বছর পর এবারের লোকসভা নির্বাচনে সাফল্যের স্বাদ পেয়েছে কংগ্রেস। এর নেপথ্যে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা-র বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়েনাড় এবং রায়বরেলি, দুটি আসন থেকেই জিতেছেন রাহুল গান্ধী।
শুধু তাই নয়। এবার অমেঠি আসনটিও বিজেপির স্মৃতি ইরানির হাত থেকে উদ্ধার করেছে কংগ্রেস। এবার হয়তো বিরোধী দলনেতার আসনে বসতে পারেন রাহুল, যা বাস্তবায়িত হলে এক দশক পর এমনটা হবে। ২০১৪ সালে মাত্র ৪৪টি আসন পেয়েছিল কংগ্রেস।
২০১৯ সালের ভোটে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৫২। লোকসভার মোট আসনের ১০ শতাংশ না পাওয়ায় বিরোধী দলনেতার মর্যাদা পায়নি কংগ্রেস।





Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version