Sunday, July 13, 2025

আরও বাড়বে তাপমাত্রা, বৃষ্টি হলেও গরমের হাত থেকে রেহাই নেই! সাফ জানাল হাওয়া অফিস

Date:

Share post:

বৃষ্টি (Rain) হলেও তাপমাত্রা (Temperature) কমার এখনই কোনও লক্ষণ নেই। উল্টে আগামী কয়েকদিনে তা আরও বাড়তে পারে বলে আভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। পাশাপাশি শুক্রবার হাওয়া অফিস সাফ জানিয়ে দিয়েছে, কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না।

তবে চলতি সপ্তাহ শেষের আগেই বঙ্গের তাপমাত্রা যে বৃদ্ধি পাবে তা জানিয়েছিল আবহাওয়া দফতর। সোমবারের আগে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় আবার ৪২-৪৩ ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে। তবে এই সময়ের মধ্যে কিছু জেলায় খানিক বৃষ্টি হলেও তা বেশিক্ষণের জন্য হবে না। ফলে তাপমাত্রাজনিত অস্বস্তি বজায় থাকবে আগামী কয়েকদিন।

অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে গেছে। কিন্তু আপাতত দক্ষিণে থমকে রয়েছে মৌসুমী বায়ুর প্রবেশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে আরও কিছুটা সময় লাগবে। ১২ কিংবা ১৩ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে। তবে এক নাগাড়ে বৃষ্টি শুরু হলেই একমাত্র এই অস্বস্তিকর আবহাওয়া অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। তবে তার আগে পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকবে।

এদিন হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমানে আন্দামান, কর্নাটক, গুজরাট এবং নাগাল্যান্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একইসঙ্গে পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখাটি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। যার জেরেই দক্ষিণবঙ্গে গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া এখনও মাত্রা ছাড়াচ্ছে।

 

spot_img

Related articles

বিহারে SIR ফর্মের পর্দাফাঁস, নাম বাংলাদেশ-নেপাল-মায়ানমার নাগরিকদের

প্রতিদিন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে তথ্য দিয়ে দেখানো হচ্ছে বিহারে স্পেশাল ইনটেন্সিভ রিভিউ কতটা সফল। কত শতাংশ মানুষকে...

সিএফএল ডার্বির পাঁচ দিন আগেও ভেন্যু নিয়ে অন্ধকারে দুই প্রধান

আগামী ১৯ জুলাই সিএফএল (CFL) প্রিমিয়ারে কলকাতা ডার্বি (Kolkata Derby)। কার্যত মরসুমের এটাই প্রথম ডার্বি। আর সেই ম্যাচ...

সিরিজের মাঝপথেই বিশ্ব রেকর্ড ভারতের

ভারত বনাম ইংল্যান্ড (INDvENG) সিরিজের তৃতীয় টেস্ট চলছে। সেখানেই নতুন বিশ্ব রেকর্ডের মালিক ভারত (Team India)। এতদিন যে...

বাঙালিদের বাংলাদেশি তকমা: প্রতিবাদে পথে নামছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পরিকল্পিতভাবে বাঙালিদের উপরই আক্রোশ বিজেপির প্রতিটি প্রশাসনের। বিজেপি শাসিত রাজ্য মানেই বেছে বেছে বাংলাভাষীদের উপর একেক রকম অত্যাচার।...