Sunday, August 24, 2025

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! নিজের স্ত্রীকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন স্বামীর

Date:

বছর দশেক আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তেই নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর (Husband) বিরুদ্ধেই। এদিকে ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত অস্ত্র (Weapon) উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার অন্তর্গত কুলতলির (Kultali) কাঁটামারি (Kantamari) গ্রামে। সূত্রের খবর, অভিযুক্ত স্বামীর নাম বিপ্লব মণ্ডল (Biplab Mondal)। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে গোপনে প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় আচমকা স্ত্রীর উপর হামলা চালান স্বামী। অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয় যুবতীকে। এদিকে বছর দশেক আগেই বিমলা মণ্ডলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপ্লব। এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু দিনকয়েক আগেই এলাকার এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বিমলা। প্রায়শই তাঁর সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকতেন বিপ্লবের স্ত্রী। তবে বিষয়টি নজর এড়ায়নি স্বামীর। এরপরই বিমলের সঙ্গে শুরু হয় ঝগড়া। ওই দম্পতির ৩ সন্তান আছে বলে পুলিশ সূত্রে খবর। আর প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলা নিয়েই অশান্তির সূত্রপাত। তবে অনেকবারই দুপক্ষের তরফে দাম্পত্য কলহ মেটানোর চেষ্টা করলেও লাভ কিছুই হয়নি। উল্টে আরও মাথাচাড়া দেয় সমস্যা।

ইতিমধ্যে জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছে বিমলার বাপের বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতেই বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version