Wednesday, November 5, 2025

নতুন কোচের হাত ধরে আসন্ন কলকাতার লিগের প্রস্তুতিতে নামতে চলেছে মোহনবাগান

Date:

আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিতে চলেছে মোহনবাগান। কলকাতা লিগে সাফল্য পেতে এবারও শক্তিশালী দল তৈরি করছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামি ২৫ জুন থেকে ২০২৪-২৫ মরশুমের ঘরোয়া লিগ শুরু হওয়ার কথা। সেই টুর্নেমেন্টে নিজেদের মেলে ধরতে আগামী সোমবার থেকে যুবভারতীর অনুশীলন মাঠে নেমে পড়বে বাগান ব্রিগেড। নতুন কোচ ডেগি কার্ডোজোর হাত ধরে প্রস্তুতি নামবে মোহনবাগান।

যুব পর্যায়ে দেশের অন্যতম সফল কোচ ডেগি গত মরশুমে ছিলেন এফ সি গোয়ায়। গোয়ার হয়ে বন্দোদকর মেমোরিয়াল ট্রফি ছাড়াও দেশের বিভিন্ন দলকে কোচিং করিয়ে নানা সময়ে অনেক ট্রফি পেয়েছেন তিনি। ডেগির সঙ্গে গোলকিপার কোচ হিসাবে থাকবেন বড় দলের সফল গোলকিপার অভ্র মণ্ডল। সহকারী কোচ হিসাবে থাকবেন বিশ্বজিত ঘোষাল।

ডেগিকে নতুন কোচ হিসাবে দায়িত্বে আনার পাশাপাশি ভাল দলও তৈরি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সিনিয়র দলের অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাস, আমনদীপ সিং, সুহেল ভাট, অর্শ আনোয়ারের পাশাপাশি ফরদিন আলি মোল্লা, রাজ বাশফোর, সুমিত রাঠি, এনসন সিংরা তো আছেনই। পাশাপাশি সন্তোষ ট্রফির সফল গোলকিপার রাজা বর্মন, লিগের সফল ডিফেন্ডার সায়ন দাশ-সহ দেশের বিভিন্ন ক্লাব থেকে বেশ কিছু প্রতিশ্রুতিমান ফুটবলারকে নেওয়া হয়েছে দলে। কয়েকজন ফুটবলারকে ডাকা হয়েছে ট্রায়ালে। ফুটবলারদের বেছে নেওয়ার জন্য চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট ডেভালপমেন্ট দল। তারপর লিগের জন্য চূড়ান্ত দল বাছা হবে। এই দলটিকেই সর্বভারতীয় রিলায়েন্স যুব লিগে খেলানো হবে।

গত মরশুমে সিনিয়র দলের সাপ্লাই লাইন হিসাবে বেশ কার্যকর হয়েছিল রিজার্ভ দল। এবারও সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে দল।

আরও পড়ুন- ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন লিও? মুখ খুললেন লিও

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version