Tuesday, November 4, 2025

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! নিজের স্ত্রীকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন স্বামীর

Date:

বছর দশেক আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তেই নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর (Husband) বিরুদ্ধেই। এদিকে ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত অস্ত্র (Weapon) উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার অন্তর্গত কুলতলির (Kultali) কাঁটামারি (Kantamari) গ্রামে। সূত্রের খবর, অভিযুক্ত স্বামীর নাম বিপ্লব মণ্ডল (Biplab Mondal)। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে গোপনে প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় আচমকা স্ত্রীর উপর হামলা চালান স্বামী। অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয় যুবতীকে। এদিকে বছর দশেক আগেই বিমলা মণ্ডলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপ্লব। এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু দিনকয়েক আগেই এলাকার এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বিমলা। প্রায়শই তাঁর সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকতেন বিপ্লবের স্ত্রী। তবে বিষয়টি নজর এড়ায়নি স্বামীর। এরপরই বিমলের সঙ্গে শুরু হয় ঝগড়া। ওই দম্পতির ৩ সন্তান আছে বলে পুলিশ সূত্রে খবর। আর প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলা নিয়েই অশান্তির সূত্রপাত। তবে অনেকবারই দুপক্ষের তরফে দাম্পত্য কলহ মেটানোর চেষ্টা করলেও লাভ কিছুই হয়নি। উল্টে আরও মাথাচাড়া দেয় সমস্যা।

ইতিমধ্যে জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছে বিমলার বাপের বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতেই বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version