Friday, January 30, 2026

“ওল্ড ইজ গোল্ড!” সোশ্যাল মিডিয়াতেও ফুঁসছেন দিলীপ, হেরো নেতৃত্বকে নিয়ে সরব তথাগত

Date:

Share post:

চক্রান্ত, কাঠিবাজি করে রাজ্য নেতৃত্বের একাংশ তাঁকে হারিয়েছেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে হারের পর ক্ষোভে ফুঁসছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরের জেতা আসনে তাঁকে টিকিট দেওয়া হয়নি, সেই আসনেও হারতে হয়েছে দলকে। কিছু দালাল এখন বঙ্গ বিজেপিকে চালনা করছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। যারা এ রাজ্যে বিজেপিকে কার্যত শেষ করে দিয়েছে।

শুধু তাই নয়, তাঁকে দলের রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরে পশ্চিমবঙ্গে দলের বৃদ্ধি থমকে গিয়েছে বলেও সরব হয়েছেন দিলীপ ঘোষ৷ পর পর বিস্ফোরক মন্তব্যের পর এবার সোশ্যাল মিডিয়াতেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দিলীপ ঘোষ। ফেসবুক পোস্টে দিলীপ ঘোষ লিখেছেন, “ওল্ড ইজ গোল্ড”! দিলীপ ঘোষের এই মন্তব্য নিজেরই দলের নেতা, কর্মী এবং শীর্ষ নেতৃত্বকে ইঙ্গিত করে কি না, তা নিয়ে স্বভাবতই জোর চর্চা শুরু হয়েছে৷ দিলীপ অনুগামী অনেকেই তাঁর এই ফেসবুক পোস্টে কমেন্ট করে বিজেপি নেতাকে সমর্থনও করেছেন৷

লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর শুধু দিলীপ ঘোষ নন, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক নীলদ্রিশেখর দানা সহ আরও অনেকে। দিলীপ ঘোষের মতো প্রার্থীকে জেতা আসন থেকে কেন সরিয়ে দেওয়া হল, সেই বিষয়টি নিয়েও ঝড় উঠেছে রাজ্য বিজেপির অন্দরে৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে।

তদানীন্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসনে জিতে চমকে দিয়েছিল বিজেপি৷ সেখানে এবার তাদের আসন সংখ্যা কমে হয়েছে ১২৷ ভোটের ফল প্রকাশের পরই দিল্লিতে তলব করা হয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷

অন্যদিকে, গেরুয়া শিবিরের আরেক আদি নেতা তথাগত রায়ও সরব হয়েছেন। তাঁর কথায়, “প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল। তবে রাজ্যে বিজেপির সাংগাঠনিক দুর্বলতা ছিল। আরএসএসের সঙ্গে দূরত্বও বেড়েছিল। তাই আশানুরূপ ফল হয়নি।” সবমিলিয়ে ভোটে ফল খারাপ হওয়ার পর থেকেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহের চোরাস্রোত বইছে।

spot_img

Related articles

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...