Wednesday, August 27, 2025

“ওল্ড ইজ গোল্ড!” সোশ্যাল মিডিয়াতেও ফুঁসছেন দিলীপ, হেরো নেতৃত্বকে নিয়ে সরব তথাগত

Date:

চক্রান্ত, কাঠিবাজি করে রাজ্য নেতৃত্বের একাংশ তাঁকে হারিয়েছেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে হারের পর ক্ষোভে ফুঁসছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরের জেতা আসনে তাঁকে টিকিট দেওয়া হয়নি, সেই আসনেও হারতে হয়েছে দলকে। কিছু দালাল এখন বঙ্গ বিজেপিকে চালনা করছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। যারা এ রাজ্যে বিজেপিকে কার্যত শেষ করে দিয়েছে।

শুধু তাই নয়, তাঁকে দলের রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরে পশ্চিমবঙ্গে দলের বৃদ্ধি থমকে গিয়েছে বলেও সরব হয়েছেন দিলীপ ঘোষ৷ পর পর বিস্ফোরক মন্তব্যের পর এবার সোশ্যাল মিডিয়াতেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দিলীপ ঘোষ। ফেসবুক পোস্টে দিলীপ ঘোষ লিখেছেন, “ওল্ড ইজ গোল্ড”! দিলীপ ঘোষের এই মন্তব্য নিজেরই দলের নেতা, কর্মী এবং শীর্ষ নেতৃত্বকে ইঙ্গিত করে কি না, তা নিয়ে স্বভাবতই জোর চর্চা শুরু হয়েছে৷ দিলীপ অনুগামী অনেকেই তাঁর এই ফেসবুক পোস্টে কমেন্ট করে বিজেপি নেতাকে সমর্থনও করেছেন৷

লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর শুধু দিলীপ ঘোষ নন, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক নীলদ্রিশেখর দানা সহ আরও অনেকে। দিলীপ ঘোষের মতো প্রার্থীকে জেতা আসন থেকে কেন সরিয়ে দেওয়া হল, সেই বিষয়টি নিয়েও ঝড় উঠেছে রাজ্য বিজেপির অন্দরে৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে।

তদানীন্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসনে জিতে চমকে দিয়েছিল বিজেপি৷ সেখানে এবার তাদের আসন সংখ্যা কমে হয়েছে ১২৷ ভোটের ফল প্রকাশের পরই দিল্লিতে তলব করা হয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷

অন্যদিকে, গেরুয়া শিবিরের আরেক আদি নেতা তথাগত রায়ও সরব হয়েছেন। তাঁর কথায়, “প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল। তবে রাজ্যে বিজেপির সাংগাঠনিক দুর্বলতা ছিল। আরএসএসের সঙ্গে দূরত্বও বেড়েছিল। তাই আশানুরূপ ফল হয়নি।” সবমিলিয়ে ভোটে ফল খারাপ হওয়ার পর থেকেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহের চোরাস্রোত বইছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version